চিকিৎসা আবুল মিয়ার সেদিন হল ভীষণ রকম সদ্যি জ্বর, কেউবা বলে আন ডাক্তার বললো কেউ বদ্যি ধর। কেউ বলে বাদ দে এসব লাগাও নাকে অক্সিজেন, অন্য কেউ বলছে রাখো দিচ্ছিতো ক্যাপ ডক্কিজেন। পথ্য দিয়ে কাজ হবে না কাজ হবে তো ঝাড় ফুকে হয়তো জিনে ভর করেছে মাথায় কিংবা তার বুকে। জিনের আছর ফালতু কথা আন হরিধর বদ্যিকে বাসক হলো কাশি নাশক সারায় কঠিন সদ্যিকে। বদ্যি ফকির বাদ এসব হাকিম ভাল আলী শের দাওয়াই দেবে খাওয়ার কিছু মলম দেবে মালিশের। বদ্যি হাকিম কাজ হবে না ওষুধ আনো হোমিও সর্দি ভালো হবে সাথে ভাল হবে বমিও। দিন গড়িয়ে রাত্রিও শেষ ভোরে পেল অক্কা সে মরলো নানা মতের ঠেলায় মরেনি সে কফ কাশে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।