আমাদের কথা খুঁজে নিন

   

বাস্তব

অতীত কে পাশ কাটাতে চাই অবিরত, যেন ভয় পাই। তাঁর আচঁলের সুবাস মাখা দিনগুলোতে বৃষ্টিতে ভেজার সেই অনুমতির পরে শাসন বাধঁন উড়ে যেত সব যেন ডানা মেলে। আমরা কজন তখন ছাদের 'পরে নিস্পাপ মনের জ্বানালা খুলে বৃষ্টি বেসেছি ভাল পৃথিবী ভুলে। আজ যন্ত্রে ঘেরা প্রহর আমার আচঁল ধরে রাখতে চায় বুকের মাঝে, অনুমতির প্রয়োজনহীন রুক্ষ্ম বাস্তব তবু জ্বানালা খুলে সকাল সাঝেঁ কি যেন খুঁজে দু চোখ নীরব, ফিরে আসে মেঘ, ফিরে আসে বরষা, ফিরে না শুধু দিন সেই সব।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।