রাতুল এসেছে। হাতে উনিশটি লাল গোলাপ। চোখে মুখে হাসি। তার সমস্ত মন যেন পংখীরাজে চেপেছে। রাতুল বললো-শুভ পয়দা বার্ষিকি কণি।
তোর জন্য ভারী একটা সুখবর আছে। কি দিবি বল ? নইলে বলবো না।
কণি বললো,বলেন না-কি ?
-আগে বল কি দিবি ?
-কি আর দিতে পারি ? আচ্ছা যান ঠিক আছে,আপনার পাঞ্জাবিতে সুন্দর একটা ডিজাইন করে দিব।
- না,এতে হবে না।
-তাহলে কি চাই আপনার ? বাসায় বাহারি কিসিমের খাবার আছে দিতে পারি ? মাসুদ রানার নতুন বইটা আছে।
দারুন। চাইলে সেটাও নিতে পারেন?
-আমি কি কচি খোকা নাকি ? সামান্য মাসুদ রানায় ভুলে যাব ?
-তাহলে শুনতে চাই না,যান।
রাতুল বললো-চললাম তাহলে ?
কণি ঘুরে তাকালো-তাহলে বলবেন না কিছুতেই ?
-একটা জিনিষ পেলে বলতে পারি। ওই যে সেদিন চিঠিতে যা লিখেছিলাম,সেটা'-বলে অর্থপুর্ণ দৃষ্টিতে সে কণির দিকে তাকালো।
কণি লজ্জায় কুঁকড়ে গেল।
কোনমতে সামলে নিয়ে বললো-আপনাকে না বলেছি,তা সম্ভব না।
কিন্তু রাতুলের মুখের দিকে তাকিয়ে কণি ভয় পেল। সে শুনতে পেল,রাতুল বলছে-মনে করেছিলাম খবরটা হাসতে হাসতে বলে দেব। কিন্তু পারলাম কই। শুনলাম তোমার বিয়ে ঠিক হয়েছে।
পাত্র জেলা সদরে থাকে। সরকারি চাকুরী করে।
বলে রাতুল চলে গেল।
কণি কয়েকবার ডেকে উঠলো-রাতুল শোন,শুনে যা।
রাতুল ফিরে আসেনি।
*********
ছন্দা এসেছে।
সেই ছন্দা যাকে এক পলক দেখার জন্য আবির সারাদিন অপেক্ষা করতো-সন্ধ্যেবেলায় কখন সে আসবে ?
ছন্দা এসে বলছে,আচ্ছা আবির ভাই,ইংরেজিতে 'ফাউল'' মানে কি মুরগির গোশত ?
আবির বলে-না বজ্জাতের হাড্ডি।
-আপনি ঠিক বলছেন তো ! তাহলে ম্যাডাম কি ভুল বললো ?
আবির শীতল চাহনি দিয়ে বললো-তুমি একটা আমড়া কাঠের ঢেঁকি। কলেজে পড় আর এই শব্দটার অর্থ জানো না ! তোমার আর রাস্তার পাশে ওই দোকানদারের মেয়েটার মধ্যে তাহলে পার্থক্য কি ? দুজনেই তো মেয়েমানুষ।
ছন্দা জিজ্ঞেস করে-কোন দোকানদার ?
-ওই যে তোমাদের গলির মোড়ে যে মুদিখানাটা আছে।
ছন্দা বাঁকা হাসি দিয়ে বলে-আবির ভাই দেখছি আজকাল সবকিছুই জহুরীর চোখে দেখতে আরম্ভ করেছেন। সামান্য মুদি দোকানের মেয়ে পর্যন্ত বাদ পড়ে না !
আবির দমে যাওয়ার পাত্র নয়। সে বললো-নিশ্চয়ই। নিজের জিনিষটি সবসময় যাচাই করে নিতে হয়।
-কে আপনার নিজের জিনিষ ?
-আছে,একজন।
ছন্দা অন্যমনষ্ক হয়ে আবিরের টেবিল ও আলনা গোছাতে থাকে।
আবির দিকভ্রান্ত পথিকের মতো জানালা দিয়ে তাকিয়ে থাকলো।
********
বিছানায় দুটো শরীর ঘুমের মোহনায় মিশে গেছে। তারা দুজনেই স্বপ্ন দেখছে। অত্যন্ত ঘনিষ্ঠভাবে তারা শুয়ে আছে।
কণির শরীর লেপ্টে আছে আবির।
তারা দুজন স্বামী-স্ত্রী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।