ভেঙে ভেঙে নিজেকে আবার গড়েছি । এইবার হয়তো থাকতে পারবো ।
টং দোকানে দাড়াই/বসি দোকানের বালতির শতবারকাপ ধোয়া পানিতে আরেকবার ধোয়া কাপে চা (সাথে টা আপনার ব্যাপার ) খেতে খেতে ক্রিকেট থেকে ফুটবল, আরিফিন রুমি থেকে শাহনাজ বেলী :p , প্রাইমারি ভর্তি থেকে চাকরীর বাজার ,দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা থেকে বারাক এর হোয়াইট হাউজ ইত্যাদি নিয়া আলোচনা তর্ক আড্ডা যে দেইনাই তাহার লাইফের কোন মানেই নাই এইখানে কোন পরিচিত নাই রাস্তা দিয়ে যাওয়া আরেক ভদ্রলোক চা খেতে খেতে ঠিকি কতদিনের চেনা বন্ধুর মত আড্ডা দিবে মুরুব্বিরাও পানের পিক ফেলতে ফেলতে হয় সহমত জানাবে না হয় ঝাড়ি দিয়ে তাদের আমলের কোন কথা তুলে ধরবে :3 3 এইটাই আমাদের দেশ বাংলাদেশ এইখানে আড্ডা দিতে শত জন্মের পরিচয় লাগে না লোকাল বাসে দাড়াই সিটে বসা যাত্রীর সাথেও খোশ গল্প হয়ে যায়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।