ব্যস্ততার দোহাই দিলেন কবীর সুমন
ভোরের কাগজ
কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন গুর"তর অসুস্থ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন ঢাকার ল্যাবএইড হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য গত বুধবার তাকে সিঙ্গাপুরে নেওয়ার আগ পর্যন্ত তাকে দেখার জন্য পরিবারের সদস্যদের পাশাপাশি দেশের বিশিষ্টজন থেকে শুর" করে সাধারণ মানুষ পর্যন্ত ছুটে এসেছিলেন। অনেকেই একনজর দেখতে না পারলেও নিয়মিত খোঁজখবর নিয়েছেন শিল্পীর। অথচ এ সময় তার পাশে সবচেয়ে বেশি থাকার কথা ছিল যার সেই স্বামী কবীর সুমন না আসায় সবার মধ্যেই এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সুমন কেন আসেননি এ প্রসঙ্গে জানতে চাইলে
সাবিনার মেয়ে বাঁধন বলেন, হয়তো কোনো সমস্যা আছে।
তবে সুমন সেলফোনে খবর নিয়েছে বলে জানান তিনি। সাবিনার বড়ো বোন ফৌজিয়া ইয়াসমিন এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি। তবে শিল্পীর ঘনিষ্ঠ বান্ধবী অঞ্জনাও এ ব্যাপারে বিস্ময় প্রকাশ করে বলেন, সাবিনার এতো বড়ো অসুস্থতার খবর জেনেও সুমন যখন আসেননি, হয়তো কোনো সমস্যা আছে।
শেষ পর্যন্ত অবশ্য সুমন উদ্বেগ প্রকাশ করেন এবং স্ত্রীকে দেখতে না আসার কারণ হিসেবে ব্যস্ততার অজুহাত দেখান। সাবিনার অসুস্থতা নিয়ে মিডিয়ায় উদ্বেগ নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।
কলকাতা প্রতিনিধি শুভ পাল গতকাল বৃহস্পতিবার জানান, ভোরের পাখি সাবিনা ইয়াসমিন গুর"তর অসুস্থ হওয়ায় এপার বাংলার মানুষ উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। সকলেই এই কিংবদন্তি শিল্পীর দ্র"ত আরোগ্য কামনা করছে। সাবিনা ইয়াসমিন অসুস্থ হওয়ায় তার স্বামী কবীর সুমন ভীষণ উদ্বিগ্ন বলে জানিয়েছেন তিনি। তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে জানা যায়Ñ সাবিনা ইয়াসমিন সিঙ্গাপুরে চলে যাওয়ায় তিনি আপাতত বাংলাদেশে যাওয়া স্থগিত করেছেন। উনার বাংলাদেশে উপস্থিত হওয়ার কথা ছিল শুক্রবার (১৩.০৭.০৭) ।
বর্তমানে পেশাগত কারণে অর্থাৎ বাধ্যবাধকতায় যাওয়া হয়ে ওঠেনি। তবে তার কন্যা বাঁধন সাবিনার সঙ্গে রয়েছে। রয়েছে অন্য পরিবারজন।
কেন তিনি এখনো বাংলাদেশে পৌঁছাননি এ কথা বলায় তিনি হেসে বলেন, আমি যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়তাম তবে কি সাবিনা তার সব কাজ ছুড়ে ফেলে দিয়ে চলে আসতে পারতো। আমাদের পেশা এমনই।
সুযোগের অপেক্ষা করতেই হবে। তবে তিনি জানিয়েছেন, সাবিনা ঢাকায় ফিরে এলে তিনি অবশ্যই পৌঁছবেন। এ ব্যাপারে সংবাদ মাধ্যমের এতো সুমন নিয়ে সংশয় প্রকাশ করেছেন সুমন। তিনি জানান, একজন মুমূর্ষু ব্যক্তির এতো প্রচারের প্রয়োজন নেই।
বাংলাদেশের মানুষ কবীর সুমনকে ভালোবাসেন বলাতে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ কেমন ভালোবাসে আমার তা হাড়ে হাড়ে জানা। সাবিনা এবং আমার বিয়ের পর দুই বাংলার সংবাদ মাধ্যম আমাদের যা ভালোবাসা দিয়েছে তা কোনো দিন আমরা ভুলবো না।
আজকে ভোরের কাগজে প্রকাশিত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।