জ্ঞানের সাগরের এক ফোঁটা জল এখনো গ্রহণ করতে পারিনি। তবুও নিজেকে সবজান্তা বলি। সকলকে কিছু জানাতে পারার জন্যই লিখে থাকি।
দেশে প্রথমবারের মতো চালু হলো ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিটস (ডেমু) ট্রেন। শনিবার চট্টগ্রাম-কুমিল্লা রুটে এ ট্রেনটি যাত্রা শুরু করে।
সকাল সাড়ে ৯টায় ট্রেনটি চট্টগ্রামের পাহাড়তলী স্টেশন ত্যাগ করে।
সূত্র জানায়, ডেমু ট্রেন বাংলাদেশে প্রথম চালু করা হলো। এটা সফলতার মুখ দেখলে দেশের অন্য রুটেও ডেমু ট্রেন চালু করা হবে। মূলত দ্রুত ও আরামদায়ক ভ্রমনের জন্য টেনটি খুবই উপযোগী। এছাড়া এ ট্রেন রাস্তায় চাপ সৃষ্টি করবে না।
এই ডেমু ট্রেন একের অধিক ডিজেল ইঞ্জিনে চালিত হয়। এ ধরনের প্রতিটি ট্রেন কমলাপুর-নারায়ণগঞ্জ রুটের ২০ কিলোমিটার পথে একদিনে ছয়বার যাওয়া আসা করতে পারবে।
সূত্র আরও জানায়, ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে বাসে যদি দুই ঘণ্টা লাগে তবে এই ট্রেনে তা ২০ থেকে ২৫ মিনিটে যাওয়া সম্ভব। প্রতিটি ট্রেন একবারে ৩শ’ যাত্রী বহন করতে সক্ষম যার গতি থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।
{ আমি ভালোকে ভালো এবং খারাপ কে খারাপ বলতে পছন্দ করি।
আওয়ামীলীগ সরকার যে দেশের এসব কিছুর উন্নতি করছে তা অত্যন্ত স্বস্তির এবং আনন্দের ব্যাপার। যেহেতু, এরকম ফ্লাইওভার, ইলেক্টিক ট্রেন এগুলো দেশের স্ট্যাটাস বাড়ায়। এগুলোই দেশের মূলত উন্নত পরিচয় লাভ করতে সাহায্য করে।
তারা এসব উন্নয়ন কর্মকাণ্ড করছে বলে সরকারকে ধন্যবাদ দিচ্ছি না ; কারন এটি তাদের দায়িত্ব। } ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।