আমাদের কথা খুঁজে নিন

   

*সাদা আর কালোর মাঝে কিছু উজ্জল মুখ * সুমন্টোগ্রাফির আজকের বিষয় ব্লাক & হোয়াইট

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :) আমার মানুষের ছবি তোলা এবং তা কোন ভাবেই ফ্রেমে ভাল করে বন্দি না করতে পারায় রাষ্ট্রপ্রধান ভাই পারলে ঐদিন (ফটোওয়াকে) আমারে ধরে আচ্ছা মত মাইর দেয় পিঠের ওপরে .. তার উপরে ছবি তুলতে না পারায় নিজের উপর চরম বিরক্ত হয়ে আমিও হাত পা ছোড়াছুড়ি শুরু করলাম বাসায় চলে আসার জন্য কিন্তু উনি চরম ভাবে ধৈর্য্য ধারণ করে নিজের ছবি তোলা ফেলে আমারে শিখাইতে লাগলেন কেমনে মানুষের ছবি তুলতে হয় ..। তারই শেখানো পথ ধরে আমার এই ছবি গুলো ....... ১# ২# ৩# ৪# ৫# ৬# ৭# ৮# ৯# ১০# ১১# ১২# ভাল লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন ...। ভূল গুলোও দেখিয়ে দেবেন যাতে শুধরে নিতে পারি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.