আমাদের কথা খুঁজে নিন

   

কিউবির fair usage policy- এর খোলাসা - sky package holder গণ যখন limited ইউজার!!!

অতি বালছাল টাইপ লিখা । পড়ে ব্রেক্ত হলে লেখক ই একমাত্র দায়ি ব্লগের অনেকের মতো আমি ও কিউবির ইউজার , ইদানিং কিউবির চরম (!!) fast network use করে আমরা কিউবির ইউজার রা কি সুখে ই না আছি!! আমি ৩ জিবি use করি বলে আমাকে কিউবির বিশ্ব বিখ্যাত " fair usage policy" তে পড়তে হয় নি ,কিন্তু......... আজ সকালে "মতি ছাছুর" পত্রিকা "১ম আলু " - এর কম্পিউটার প্রতিদিন page পড়ে "fair usage policy" সম্পর্কে কিছু টা জানলাম - মাসের যেকোনো সময়েই ইন্টারনেট ব্যবহারের সীমা মাসিক ৫১২ কেবিপিএস স্কাই প্যাকেজে ৩০ গিগাবাইট, ১ এমবিপিএস স্কাই প্যাকেজে ৩৫ গিগাবাইট ও ২ এমবিপিএস স্কাই প্যাকেজে ৪০ গিগাবাইট , উক্ত limit অতিক্রম করলে কিউবি-সংশ্লিষ্ট গ্রাহককে ‘ফেয়ার ইউসেজ পলিসি’ (এফইউপি) শীর্ষক নীতিমালার আওতায় নিয়ে আসা হবে। এ ক্ষেত্রে মাসের পরবর্তী দিনগুলোর জন্য সেসব গ্রাহকের ইন্টারনেট গতি কমিয়ে ১২৮ কেবিপিএসে নামিয়ে আনা হবে। বিল করার পরবর্তী সময়ের শুরুতেই উল্লিখিত ধরনের গ্রাহকদের জন্য ইন্টারনেট গতি আগের মতো হয়ে আসবে!!! qubee তার fair usage policy সম্পর্কে এই pic টা share করেছে, দেখুন- "unlimited package" এর word meaning এত দিন জানতাম " no limit" , কিউবি আমাদের কত নতুন কিছু ই না শিখাচ্ছে!!!! আসুন সবাই বলি , " qubeeee , play to discover" !!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।