নিজেকে অসাধারন ভেবে প্রতিটা দিন শুরু করে দিন শেষে ফিরে পাই, আমি একজন খুব সাধারন। অতি সাধারন একজন। ছোটবেলায় মনে পড়ে না কিছু হতে চেয়েছিলাম কিনা। এখনো ঠিক এমনই আছি। পুরাতন যে কোন কিছু খুব ভালবাসি।
নতুনকেও সর্বদা স্বাগতম জানাতে কোন ক্লান্তি নেই। খুব সাধারন এক আজকাল নাকি ব্লগ চুরি হইতেছে। মহাজ্ঞানী ছাইদুর চৌধুরির শব্দনীড় ব্লগ নাকি কেডায় কেডায় চুরি করছে। হাসিনা যেমতে দেশ বেচে খালেদা কৌতুক করে তেমনি ব্লগার ব্লগ চুরি করে মহা পন্ডিত ছাইদুর কৌতুক করে।
ঘটনা কিছুই জানিনা।
আপ্নেরা কেউ জানেন্নি? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।