আহসান জামান
আমাদের গল্পগুলো মুছে যাচ্ছে
ভিনপাখির ডানা হাওয়ার জাহাজ চড়ে
উধাওমনে খুঁজছে কোথাও সবুজ সজীবতা
অথবা নোংড়া টিনের কৌটার ভিতর
রেখে যাচ্ছে শিশুদের র্দুষিত খোরাকের বীজ।
আমাদের উর্দ্ধোধনের পথগুলো
কেমন দুমড়ে-মুচড়ে ক্রমশঃ নিম্নমুখী;
মাটির গর্তে গেঁথে নিচ্ছে পরাজয়।
আমাদের বৃদ্ধ-চলাচল কুয়াশার চাদর মুড়ে
পড়ছে রোদ্দুরের গল্প আর সেই পথ-হাটাঁ-পথ হেঁটে
পৌঁছে যাচ্ছে নিঝুম মৃত্যুর দেশে; গল্পের শেয যবনিকায়।
আমাদের অর্জিত মাটির গ্রীবায় ক্ষয় এসে ভর করে
তুমুল প্রদাহে পোঁড়ে সাধ ও স্বপ্নের করোটি। বিষাদের
নদীতে ভাসে শ্রান্ত মানুষের হাহাকার আর জাগে
হাঁপানো হাড়ের ভিতর জাগে পুরানো ক্রীতদাস।
আজকাল বেঁচে থাকা মানেই বিপ্লবী স্বপ্নের তোড়পার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।