আমাদের কথা খুঁজে নিন

   

আজকাল



সময়টা এখন প্রতিকূলে, বাস্তবতার সাথে পান্ঞ্জা লড়াইয়ে বুঝি- গেলাম হেরে। কেউ কথা রাখেনি- বললে ভুল হবে, দূঃখ রেখেছে। সুখের পর তার আসবার কথা ছিল, সে এসেছে। অর্থের কাছে ভালবাসার অর্থ নিরর্থ লাগে, ভাবছি ভালবাসা দিবো নিলাম করে। আজকাল সারাক্ষন কি যে ভাবি তার কূল-কিনারা পাইনা।

জীবনটা এত তাড়াতাড়ি বাস্তব হয়ে যাবে, হয়ে যাবে কৃ্ত্রিম-তাও চাইনা। একোন চোরাবালির ফাঁদে জড়ালাম যতই চাচ্ছি মুক্ত হতে- ততই হারিয়ে যাচ্ছি গভীর অতলে। এ অন্ধকার ভাবনার জগতে কি আছে? আজকাল দূঃসময়, তাই চাইনা কোন কিছু জানতে। স্বার্থকতা খুজতে গিয়ে যাবো হারিয়ে সেই হারানোর ভয়ে, অপারগতার পর্বতমালায় পদার্পন সব মিলিয়ে হ-য-ব-র-ল এক ছন্দপতন। আজকাল বরষার আকাশের মতন- চেতনাগুলো বারবার উল্টায় পাল্টায়।

আজকাল একাকীত্বের আথিথেয়তা আমাকে খুব একটা কাছে টানে না। এইত কিছুদিন আগেও, একাকীত্বের সাথে চলে যেতাম দূর-বহুদূরে...... যখন কিছুই ভাললাগতোনা। আজকাল আসলে নিজেকেই জানিনা, বুঝিনা বা জানতে চেষ্টাও করিনা অনেক প্রত্যাশার অপ্রত্যাশিত শাসনে কবে জীর্ণ শীর্ণ হয়ে গেছে হৃদয়, তাও খুজিনা। আজকাল, তোমাকে খুব মনে পড়ে ইচ্ছে করে তোমার পাশে থাকতে ইচ্ছে করে...... কি জানি কি? ভুলে গেছি। ক্ষমা করো আমায় আজকাল সময়টা যাচ্ছে একটু অন্যভাবে ঠিক অন্যভাবে নয়, ভীষন মন্দভাবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।