আমাদের কথা খুঁজে নিন

   

ডেডলাইন ২০৪৫,মানুষ আর মরবে না!

Every emotion have a feelings. But every feelings have no emotion. অমরত্বের লোভ মানুষের চিরন্তন। সুপ্রাচীনকাল থেকেই অমরত্বের আশায় বহু চেষ্টা করে এসেছে মানুষ। বিজ্ঞানও কম গবেষণা চালায়নি। রূপকথার গল্পের মতো করে বাস্তবেও কী কখনো অমর হতে পারবে মানুষ? শুনতে কল্পকাহিনীর মতো লাগলেও নিউইয়র্কের বিখ্যাত ম্যাগাজিন টাইমে প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়েছে, ২০৪৫ সালের পরই অমর হয়ে যাবে মানুষ। টাইম ম্যাগাজিনের ১০ ফেব্রুয়ারি সংখ্যার '২০৪৫ : দ্য ইয়ার ম্যান বিকামস ইমরটাল' শীর্ষক প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে হৈ চৈ পড়ে যায়।

সত্যিই কী আর মাত্র ৩৪ বছর পর থেকে অমরত্বের স্বাদ পেতে শুরু করবে মানুষ? কিন্তু কিভাবে অমর হবে মানুষ? প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিজ্ঞানই মানুষকে অমরত্বের দিকে টেনে নিয়ে যাবে। এই সময়ে এসে বিজ্ঞান যেভাবে এগুচ্ছে, তাতে করে আগামীতে কম্পিউটার অতিমাত্রায় বুদ্ধিমান হয়ে উঠবে। আর কম্পিউটারের সেই বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিমত্তাকেও হার মানাবে। আর এর হাত ধরেই বদলাতে শুরু করবে পারিপাশ্বর্িকতা। পৃথিবীর অনেক স্বাভাবিক নিয়মই পাল্টে যাবে।

তখন আমাদের বোধ, বিশ্বাস আর ধ্যান-ধারণা, দেহ-মন এমনকি সভ্যতার মধ্যেও আসবে বৈপ্লবিক পরিবর্তন। আর সেই পরিবর্তনের অনুষঙ্গ হিসেবেই অমরত্ব লাভ করবে মানুষ। '২০৪৫ : দ্য ইয়ার ম্যান বিকামস ইমরটাল বা ২০৪৫ : মানুষের অমর হওয়ার বছর' শীর্ষক প্রতিবেদনটি প্রকাশের পর এর পক্ষে-বিপক্ষে অনেক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিজ্ঞানীদের অনেকে একে উড়িয়ে দিলেও আবার কেউ কেউ অসম্ভব মনে করছেন না। সাধারণ মানুষের মধ্যে দারুণ আগ্রহের সৃষ্টি করেছে বিষয়টি।

প্রতিবেদনটিতে মূলত জোর দেওয়া হয়েছে কম্পিউটার প্রযুক্তির ওপর। বলা হয়েছে, কম্পিউটার প্রযুক্তির অতি দ্রুত বিকাশের কথা। কম্পিউটার প্রযুক্তি বিকাশের গতি ক্রমশ বেড়েই চলেছে। বিজ্ঞান আর কম্পিউটারের সঙ্গে তাল মিলিয়ে বেড়ে চলেছে মানুষের চলার গতিও। তবে কম্পিউটারের গতির সঙ্গে পেরে উঠবে না মানুষ।

যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিজ্ঞানীরা রাতের ঘুম হারাম করছেন, সেই কৃত্রিম বুদ্ধিমত্তাই হারিয়ে দেবে মানুষকে। কৃত্রিম বুদ্ধিমত্তার জোরে কম্পিউটার একসময় মানুষের সমকক্ষ হয়ে উঠবে। চিরচেনা রূপের কম্পিউটার পাল্টে যাবে। কেবল পাটিগণিতের জটিল সমাধানই নয়, এর চেয়েও বিচিত্র সব কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করা তখন কম্পিউটারের কাছে অতি সহজ হয়ে উঠবে। তখনকার কম্পিউটার দ্রুততম সময়ে পিয়ানোর মিউজিক কম্পোজ করবে।

কম্পিউটার চালাবে গাড়ি। কম্পিউটারকে কাজে লাগিয়ে মেধাবৃত্তিক চর্চা চালানো যাবে। লেখা যাবে বই। এমনকি নৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও বুদ্ধিবৃত্তিক কম্পিউটার বাড়িয়ে দেবে সাহায্যের হাত। হাজার হাজার গুরুত্বপূর্ণ ও জটিল সমস্যার সমাধান করে দেবে কম্পিউটার।

ফলে আমাদের মনের অজান্তে হোক বা নিজের ইচ্ছাতেই হোক, কম্পিউটার উন্নত হতে হতে এমন একটা পর্যায়ে চলে যাবে যখন সেই কম্পিউটার আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠবে। তখন একজন কম্পিউটার বিজ্ঞানী যতটা জ্ঞানী হবে, তার কম্পিউটার হবে তার চেয়েও বেশি জ্ঞানী। এমন কম্পিউটার অবিশ্বাস্যরকম দ্রুতগতিতে কাজ করবে। কম্পিউটারকে তখন একজন ব্যক্তি বলে গণ্য করতে হবে। এসব বিষয় নিয়ে বেশকিছু থিওরি আছে।

হতে পারে একদিন মানুষ কম্পিউটারের সঙ্গে সুপার ইন্টেলিজেন্স সাইবর্গ হিসেবে আবির্ভূত হবে। হতে পারে এই কৃত্রিম বুদ্ধিমত্তাই আমাদের সাধারণ চিকিৎসা থেকে শুরু করে অনির্দিষ্টকালের জন্য জীবন দান করবে। এক্ষেত্রে হয়তো আমাদের চেতনা স্ক্যান করে কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আর এরপর ভার্চুয়ালি বা কৃত্রিমভাবে আমরা একটি সফটওয়্যারের মাধ্যমে অমর হয়ে যাব। তখন কম্পিউটার হয়ে উঠবে অবিকল মানুষ।

কম্পিউটারই রূপ নেবে মানবিকতায় আর তখন আমাদের বিলুপ্তি ঘটবে। বিজ্ঞানের ভাষায় এমন পরিবর্তনকে বলা হয় সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটি শব্দটি এসেছে জ্যোতির্বিজ্ঞান থেকে। সিঙ্গুলারিটি মূলত বিবর্তনবাদী একটা সময় ও স্থানকে নির্দেশ করে। তবে সেখানে পদার্থ বিজ্ঞানের অনেক সাধারণ নিয়মই খাটে না।

ঠিক যেমন ব্লাক হোল বা কৃষ্ণ গহ্বর। যখন সিঙ্গুলারিটির কথা বলা হবে, তখন মনে হতে পারে এটি কোনো গল্প। হয়তো কোনো সায়েন্স ফিকশনের কথা বলা হচ্ছে। তবে এটি মোটেও হালকা কোনো বিষয় নয়। সিঙ্গুলারিটির বিষয়টি আগামী পৃথিবীর জীবনধারার একটি অনুপম পূর্বাভাস।

অবশ্য সায়েন্স ফিকশনে এর বাইরে অনেক বুদ্ধিবৃত্তিক তত্ত্ব আছে। কিন্তু সিঙ্গুলারিটি সেসব তত্ত্বের চেয়ে একেবারেই আলাদা। এটি এমন একটি তত্ত্ব, বিবর্তনকে নির্দেশ করে। বিশ্বজুড়েই এখন এই তত্ত্বটি নানাভাবে সমাদৃত। নাসাও এই তত্ত্ব প্রতিষ্ঠা ও এ সংক্রান্ত গবেষণায় জড়িত রয়েছে।

সে জন্য বছরতিনেক আগে নাসা প্রতিষ্ঠা করেছে সিঙ্গুলারিটি ইউনিভার্সিটি। সেখানে গ্রাজুয়েট ও নির্বাহীদের ইন্টার-ডিসিপ্লিনারি কোর্স পড়ানো হয়। মূলত এই তত্ত্বের ওপর ভিত্তি করেই মানুষের অমরত্বের কথা তুলে ধরেছে টাইম। তবে সত্যি এরকম কিছু ঘটবে কি-না বা আদৌ কম্পিউটারের কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা সিঙ্গুলারিটির প্রভাবে সেই দিন দেখা যাবে কি-না সেটা সময়ই বলে দেবে। তথ্যসূত্রঃ বাংলাদেশ প্রতিদিন (৩১ জুলাই,২০১১) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।