আমাদের কথা খুঁজে নিন

   

ডেডলাইন

বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা

অনেকক্ষণ ধরেই ব্লগে এলোপাথারি ঘুরাঘুরি করলাম ......অনেকের অনেক পোস্ট পড়লাম, আর সবার মন্তব্যগুলো স্ক্রিনের সামনে চোখ নিয়ে ঠুকরে ঠুকরে দেখলাম .....দেখতে দেখতে ব্লগের হোমপেজে এসে চোখ ঝাপসা হয়ে এলো.....প্রায় 20100 পোস্টের ভীড়ের জালে গিয়ে বারবার যেনো হোমপেজেই ফিরে এসে, হোমপেজেই আটকে আছি...... কারো ভালোলাগা পোস্টে,কারো মন্তব্য চাওয়া পোস্টে ,মন্তব্য করার জন্য এতটুকু শক্তিও যেনো আর নেই । মনে পড়লো আব্বুর এক বন্ধুর কথা ..... " .... শক্তিতো মানুষের শরীরে নয়, মনে থাকে..... " । বুঝলাম শক্তির আঁধার শরীর আর মেধার আঁধার এই মগজের শক্তিও পড়ে পড়ে নিঃশেষ হচ্ছে....মনের শক্তির অভাবে । বুঝলাম নিজের হাতে থাকা 5-6টি প্রজেক্টের ডেডলাইন মিস করার মত আবারো হয়তো মৃত্যুর ডেডলাইন মিস করতে যাচিছ.......তাও মনের শক্তির অভাবে । বুঝলাম মানুষকে মন দিয়ে ভালোবাসতে নেই.....এতে মনের শক্তি নিঃশেষ হওয়ার ভয় থাকে যদি না কেউ নিজেকে নিজে কেয়ার করতে পারে । [ ধুর চাকরিটা ছেড়েই দেই ! এই আউলা মাথা কাউকে বুঝতে না দিয়ে ....এক একটা ডেডলাইন মিট করা যে কি কষ্টের তা কে বুঝবে । আর চাকরিটা ছেড়েই বা কি হবে ....তখনতো এই অফুরন্ত সময় বিষকাঁটা হয়ে আমাকেই কাটবে আরও বেশী সময় ধরে .... ] সবকিছুই বুঝলাম কিন্তু কিছুই মানলাম না.......ঘুরেফিরে তাই আবারো ব্লগের হোমপেজেই ফিরে আসলাম । সবটুকু শক্তি কায়মনে একত্র করে একটা পোস্ট কোনরকমে ছুঁড়ে ফেলে তাই আবারো হারিয়ে গেলাম সেই ব্যস্ত সড়কে যার ব্যস্ততা আমাকে কখনই পায় না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।