দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল... আবিদ ছেলেটার হাসি মুখটাই থাক না আমাদের মনে। জীবিত মানুষটাকেই ত আমরা চিনি। তার সাথেই ত আমাদের পরিচয়, যতো কথকতা। কফিনের ভেতর নাকে তুলো দেয়া নিথর দেহটাকে কবর পর্য্যন্ত কেন যে এমন তাড়া করে আমাদের মূর্খ টিভি ক্যামেরা! পৃথিবীর কোন সভ্য মিডিয়ায় কখনো দেখিনি কবর পর্য্যন্ত একটা অসহায় দেহকে এমন বিকৃত ভাবে তাড়া করতে! সুস্থ্য সভ্য মানুষ কখনো এমনটা করতে পারে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।