আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের চলচ্চিত্রঃ সমস্যার সমাধান কিভাবে সম্ভব?

ভিক্ষা চাইনা,কুত্তা সামলা রে আমার বাপ! সমস্যার শেষ নেই আমাদের ঢালিউডে। ছবি মুক্তির সংখ্যা যেইহারে কমছে অস্বাভাবিক কিছু না ঘটলে তার উন্নতি সম্ভব না। এই বছর তো ৫০ টা ছবিও হবেনা মনে হয়। তারপর আবার ভারতীয় ছবি আমদানি শুরু হয়েছে। সামনের ঈদে কয়েকটা ছবি মুক্তিও পাবে।

এই ছবি আমাদের চলচ্চিত্রের জন্য কতটুকু ভালো হবে আর কতটুকু মন্দ সেটা সময় ই বলে দেবে। গত কিছুদিন অনেকগুলো কোলকাতার ছবি দেখলাম। তারা দেড় থেকে দুকোটি দিয়ে যেসব ছবি বানাচ্ছে দেখার মত। আর আমাদের শাকিব খানকে নিয়ে ছবি বানালেও নাকি এমন ই খরচ হয়। আর এতগুলো টাকা খরচ করে কি পাচ্ছি আমরা? কিচ্ছুনা।

শাকিব খান এখনো সবার নায়ক হয়ে উঠতে পারেনি। রিয়াজ ফেরদৌস তবু ভদ্রসমাজে গৃহীত। কিন্তু শাকিবের বেলা ঠিক উল্টো। এক সুভা ছাড়া তাকে আমার অন্যকোন ছবিতেই ভালো লাগেনাই। আর চেঁচামেচি করে যাইহোক অভিনেতা হওয়া যায়না এটা শাকিব যখন বুঝবে তখন জিত আর দেবরা হয়তো আমাদের বাজার দখলে নিয়ে নেবে।

আর আমাদের দর্শকদের ও কিছু সমস্যা আছে। নিম্নশ্রেণীর দর্শকদের যেমন কিছু কমন সমস্যা আছে তেমনি মধ্যবিত্তশ্রেণীর দর্শকদের ও। কেউ স্থুল নায়িকা ছাড়া পছন্দ করেনা আবার কেউ স্থুলদের ছবি দেখার জন্য হলে যাওয়ার ইচ্ছাও পোষণ করেন না। ডিপজল একবার বলেছিল ১০ কোটি খরচ করে ছবি বানানের ক্ষমতা রাখে। সরকার যদি সহায়তা করে।

কিন্তু কে রাখে কার খবর? পাশের দেশের ছোট্ট একটি শিল্প চোখের সামনে তরতর করে এগিয়ে যাচ্ছে আর আমরা শুধু তাদের প্রশন্সা করার জন্য লিখে যাচ্ছি। নিজেদের প্রশন্সিতদের কাতারে নেয়ার কোন লক্ষন বিলকুল আমাদের মাঝে নেই। আমরা নিজেদের শুধু পিছনে নিয়ে যাব আর পেছন থেকেই মার খেয়ে যাব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।