আজ আমি আপনাদেরকে ব্যচেলরদের কষ্টের কথা বলব।
আমরা কয়েকজন ব্যচেলর।
হটাৎ বাড়ীর মালিক আমাদের বাসা ছাড়তে বললেন।
কারণ হিসাবে বললেন যে, বাসায় ফ্যামিলি উঠাব।
বাধ্য হয়ে বাসা খুঁজতে বের হলাম।
কিন্তু কী বদ-নসীব , ব্যচেলর হওয়ায় বাসা পাওয়া যায়না।
আমাদের অপরাধ আমরা ব্যচেলর।
আমরা অবশেষে বাসা পেলাম।
আমরা আগামীকাল বাসা পরিবর্তন করব।
কিন্তু আজ যে বাসায় থাকি তার মালিক বাসা পরিস্কার করার জন্য উঠে পড়ে লেগেঠে।
তাহলে ব্যচেলরদের কী সমাজে কোন মূল্য নেই ????????
নাকি ব্যচেলর হওয়াই অপরাধ ?????????
কেহ কী ব্যচেলর থাকেনা না কি জন্মের পূর্বেই বিবাহিত হয়ে আসে ??????? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।