আমাদের কথা খুঁজে নিন

   

মমতাজ মহল

মুঘল সম্রাজ্ঞী ও সম্রাট শাহজাহানের প্রাণপ্রিয় স্ত্রী মমতাজ মহল ১৬৩১ সালের ১৭ জুন চতুর্দশ সন্তান জন্মদানকালে মধ্যপ্রদেশের বুরহানপুরে ইন্তেকাল করেন। তিনি ছিলেন শাহজাহানের দ্বিতীয় স্ত্রী। ভারতের আগ্রায় তার জন্ম হয় ১৫৯৩ সালের এপ্রিল মাসে। তার পিতা পারস্যের আবদুল হাসান আসাফ খান ছিলেন সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের ভাই। মমতাজ ছিলেন শিয়া মুসলিম।

১৬১২ খ্রিস্টাব্দের ১০ মে ১৯ বছর বয়সে মমতাজের বিয়ে হয় যুবরাজ খুররমের (সম্রাট শাহজাহান) সঙ্গে। এই বিয়েতে সুখী হওয়ার জন্য পাঁচ বছর অপেক্ষা করতে প্রাসাদের জ্যোতিষীদের নির্দেশ মানতে হয়েছিল মমতাজকে। মমতাজ মহলের আসল নাম আরজুমান্দ বানু বেগম। বিয়ের পর শাহজাহান তার চরিত্র ও চেহারায় মুগ্ধ হয়ে তাকে মমতাজ মহল উপাধি দেন। শাহজাহান তাকে এতই বিশ্বাস করতেন যে, তাকে মুহর উজাহ বলে ডাকতেন।

এর অর্থ হলো প্রাসাদের অলঙ্কার। মমতাজ শাহজাহানের এত বিশ্বস্ত সহচর ছিলেন যে, তিনি তার সঙ্গে গোটা মুঘল সাম্রাজ্য ঘুরে বেড়ান। মমতাজের মৃত্যুতে শাহজাহান খুবই ভেঙে পড়েন এবং তার স্মৃতিকে অমর করে রাখার জন্য তাজমহল নির্মাণ করেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।