পাওয়া আর না পাওয়ার ব্যথা নিয়ে যেতে হবে বহু দুর্গম পথ, অজানার উদ্দেশ্যে ।
ভালো বাসার ফুল গুলো অনেক সময় মানুষকে নিজ হাতে হত্যা করে ,তাই ভলে প্রেম ভালো থেমে নেই ফুল ফুটে যরেও যায় তার একটাই জীবন / প্রেমও তেমনি মানুষের জীবনে এক বার আসে কেউ পায় কেউ বা,হারায় ক্ষমা করিও হে পভু এই জনমে আমি দিতে পারিনাই ভালো বাসার মুল্য । পর জনমে আমি ভালো বেসে যেন হোতে পারি ধন্য জ্ঞান হারা শরৎ পাখি ডালের মাঝে যেমন নিড় হারা প্রেমিক আমি ঘুরে বেড়াই তেমন ।কাঙ্গাল আমি প্রেমের দ্বংশ হলো আমার জীবন । পেলাম না সাথী তভু কি করব হে পভূ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।