আমাদের কথা খুঁজে নিন

   

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৭

...! বগুড়ার শাহজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ১৭ জন নিহত হয়েছে। আহত হয় কমপক্ষে ৩০ জন। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে শাহজাহানপুরের নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই বাসের যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে কারো পরিচয় পাওয়া যায়নি।

আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। শাহজাহানপুর থানার ওসি আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌনে ৬টার দিকে নয়মাইল এলাকায় ঢাকা থেকে দিনাজপুরের হিলিগামী যাত্রীবাহী বাসটির সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চার জন মহিলা, চার জন শিশু ও তিন জন পুরুষ মারা যায়। তিনি আরো জানান, আহত আরো ৩৬ জনকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও ছয় জনের মৃত্যু হয়। দুর্ঘটনার কারণে শত শত যানবহন মহাসড়কের উভয়পাশে প্রায় আড়াই ঘণ্টা ধরে আটকে ছিলো। পরে সকালে সাড়ে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান পুলিশ কর্মকর্তা আনিছুর।

বগুড়ায় দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.