শরতের সকালটা শুরু হয়েছিল মিঠেকড়া রোদ দিয়ে। ঘড়ির কাঁটা তখনও সকাল সাড়ে আটটা ছুঁই ছুঁই। এরই মাঝে বগুড়া জিলা স্কুল মাঠের সবুজ চত্বর দুই হাজার মেধাবী নক্ষত্রের পদচারণে মুখরিত। মেধাবীদের সঙ্গে গিয়েছিলেন অভিভাবকেরাও। ‘প্রথম আলো’ ও মুঠোফোন সেবাদাতা সংস্থা টেলিটকের দেওয়া সংবর্ধনা নিতেই মেধাবী শিক্ষার্থীদের এমন মিলনমেলা ঘটেছিল।
মূল অনুষ্ঠান শুরুর আগেই শিক্ষার্থীরা তাঁদের সনদ, ক্রেস্ট, খাবার এবং উপহার হিসেবে টেলিটকের সিমকার্ড সংগ্রহ করেন। সকাল নয়টায় বন্ধুসভার সদস্যদের সমবেত জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই স্বাগত বক্তব্য দেন ‘প্রথম আলো’র বগুড়ার নিজস্ব প্রতিবেদক মিলন রহমান। এরপর সেরা তিন প্রতিষ্ঠান বগুড়া জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে পুরস্কৃত করা হয়। এরপর শুরু হয় অতিথিদের বক্তব্য।
অতিথির বক্তব্যে বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ বলেন, ‘বড় হয়ে তোমরা কে কী হবে তা বড় কথা নয়, বড় কথা হলো তোমরা মানুষের মতো মানুষ হবে। ’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।