আমাদের কথা খুঁজে নিন

   

বগুড়ায় পুলিশের ওপর শিবিরের হামলা

বগুড়ার সাতমাথায় পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়েছেন শিবিরের কমী-সমর্থকেরা। বগুড়া সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানিয়েছেন, আজ সকাল সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে। এতে পুলিশের কেউ হতাহত না হলেও একজন সিএনজিচালক আহত হয়েছেন। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।  প্রথম আলো ডটকমকে পুলিশ জানায়, ঢাকা থেকে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার রংপুরের দিকে যাচ্ছিলেন।

ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া অংশে সদর থেকে পুলিশের একটি দল মহাপরিদর্শকের সঙ্গে সাক্ষাত্ করতে যায়। পুলিশের এ দলটিই ঢাকা-রংপুর মহাসড়ক থেকে স্টেশন সড়ক হয়ে বগুড়ার সাতমাথার দিকে ফেরার পথে শিবিরের আকস্মিক হামলার শিকার হয়। জানা গেছে, বায়তুল রহমান সেন্ট্রাল মসজিদ থেকে জামায়াত-শিবির মিছিল বের করে এবং এই মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে সাত-আটটি ককটেল ছোড়া হয়। এতে একজন সিএনজিচালক আহত হন। এখন পর্যন্ত তাঁর নাম জানা যায়নি।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.