কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ব্গুড়া-৭ আসনের স্থগিত ৪৬ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে শীতের কারণে সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে তেমন একটা ভোটারের উপস্থিতি চোখে পড়েনি।
গাবতলী উপজেলার বেশির ভাগ ভোটকেন্দ্রই অনেকটা ফাঁকা। উপজেলার ৪৬টি কেন্দ্রে সকাল আটটায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়। উপজেলায় ৪৬টি কেন্দ্রে ভোটারসংখ্যা এক লাখ ১৫ হাজারের কিছু বেশি।
সকাল সাড়ে নয়টার দিকে গাবতলী পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, প্রথম এক ঘণ্টায় ওই কেন্দ্রে আটটি ভোট পড়েছে। শহীদ জিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোমিনুল হক জানান, প্রথম ঘণ্টায় তাঁর কেন্দ্রে ১০টি ভোট পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিরা সুলতানা জানান, যেকোন সহিংসতা মোকাবেলায় ভোটকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ৪৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ২০-২৫ জন করে পুলিশ ও ১২ জন আনসার সদস্য রাখা হয়েছে। এছাড়া আছেন একজন করে ম্যাজিস্ট্রেট।
দুটি কেন্দ্রের জন্য পুলিশের একটি করে মোবাইল টিম ও প্রতি টিমে একজন করে ম্যাজিস্ট্রেট আছেন।
স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর ১৫টি এবং র্যাব ও বিজিবির ১০টি করে টিম রয়েছে। নিবার্চনকে কেন্দ্র করে ৮২ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
বগুড়া-৭ আসনে গাবতলীতে ৮৮টি ভোটকেন্দ্র ছিল। ৫ জানুয়ারি নির্বাচনের দিন প্রায় প্রতিটি কেন্দ্রে হামলা, ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ কারণে সেখানে ৪৬টি কেন্দ্রের ফল স্থগিত করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।