আমাদের কথা খুঁজে নিন

   

একটি সকাতর বিনীত প্রার্থনাঃ অ্যানড্রয়েড গুরুরা আপনারা কই??

পথক্লান্ত... বিভ্রান্ত... অ্যান্ডুর প্রতি দুর্নিবার আকর্ষণ ছিল বইলা বহুত শখ কইরা একখান সনি এরিক্সন এক্সপেরিয়া মিনি প্রো কিনছিলাম । চার মাস হইলো এইডা ব্যবহার করতেছি । খাস দিলে কইতেছি সেইরাম একখান সেট । পছন্দ মত সব সফটওয়ার ডাউনলোডাইয়া হেব্বি মউজের উপর আছিলাম । তয় ইদানিং একটা সমস্যা ফেস করতাছি, ব্যাটারির চার্জ প্রতি ঘণ্টায় ১০-১২% হাওয়া হইয়া যায় যদি আনইউজড অবস্থায় পরে থাকে, আর মডারেট ইউজ করলে তো ১৫-২০% নাই । মেজাজ চরম খারাপ । সারাদিন দুইবার ফুল চার্জ দিয়াও শান্তি পাইতেছিনা । এই যেমন আজ সকাল ১০ টায় ফুল চার্জ দিয়া বাইরে গেছি, আর বাসায় ফিরছি রাত ৮ টায়, মাঝে ফোনে ২/৩ মিনিট কথা বলছি, তাতেই ফোনের চার্জ কমে ১০% হয়ে গেছে । এখন আমি কি করতে পারি, দয়া করে হেল্পান ???? এখানে উল্লেখ্য যে, => আমার অ্যান্ডুর ভার্সন জিঞ্জারব্রেড ২.৩.৪ (আপগ্রেড করার ইচ্ছা নাই) => স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে ২৫% অবস্থায় রাখা আছে => ব্যাটারির ক্যাপাসিটি ১১৯০ mAh মোবাইল ঠিক করতে না পারলে, সামু পরুম কেম্নে, আর কমেন্টাইব কেম্নে??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.