কতগুলো বিষন্ন রাত পার করেছি হিসেব নেই। রাস্তার নেড়ি কুকুরের মত ঘুরে ঘুরে এক সময় ক্লান্ত হয়ে ঠিক বাড়ি ফিরেছি। সামাজিক জীবের মত। সামাজিক জীবের মত আমার ঘর আছে। পরিবার আছে।
বাবা আছে; মা আছে: কিন্তু নিজেকে সামাজিক ভাবতে আমার বড্ড ভয় হয়। কিছু সামাজিক জীবের কা
ব্লগীয় বয়স আমার ৬মাস তিন সপ্তাহ। পরিচিত বলতে ভাই কিছুই নাই। তারপরেও দু:সাহস বলে কথা একটু ট্রাই মারলাম। দয়া করে আমার এই দু:সাহস ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আসুন আমার সাথে আমার এই সাক্ষাৎকার পর্বটিকে সাজিয়ে তুলি সৃজনশীল ভাবে।
আপনাদের সাহায্য প্রার্থী এই ক্ষুদ্র ব্লগার।
আজকের প্রথম ব্লগীয় সাক্ষাৎকার অনুষ্ঠান আমন্ত্রন জানাচ্ছী আমার প্রিয় ব্লগার সবাক ভাইকে।
সবাক ভাই দয়া করে এই নাদান বাচ্চার সাক্ষাৎকার কে অবজ্ঞা করবেন না। আপনি যেখানে থাকুন চলে আসুন। আমাদের সামনে তুলে ধরুন আপনার মুল্যবান তথ্য ও আমরা জানতে চাই আপনার সমসাময়িক ভাবনা সম্পর্কে।
আপনার কাছে আমার ব্যক্তিগত প্রাথমিক জিজ্ঞাসা:
১। আপনার ব্লগ লেখার অনুপ্রেরনা কে?
২। ব্লগীয় জীবন কে আপনি কিভাবে মুল্যায়ন?
৩। ব্লগ লেখে কি কখনও মনে হয় না "ধুর এই আজাইরা কাম কইরা কি লাভ!!!" ?
৪। ব্লগ ঝামেলা ভাচুর্য়াল লাইফে কোন প্রভাব পড়েছিল কিনা?
উত্তরের জন্য সবাক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।