আমাদের কথা খুঁজে নিন

   

একটা উপায় বলে দিন দয়াকরে

windows xp চালাইতাম ভাবলাম এটা তো অনেক দিন ব্যাবহার করলাম এইবার windows 7 setup দেই। দিলাম ভাল কথা। ভাবলাম শুধু windows আর ব্যাবহার করব না সাথে উবুন্তু সেট আপ দেই। বহুত কষ্টে দিলাম। সব ই ঠিক আসে।

কিন্তু উবুন্তু তে ইন্টারনেট কনফিগার করতে পারলাম না। বাধ্য হয়ে বাংলালায়ন এ রিং দিলাম। তারা বলে আপনার মডেম কাস্টমার সেনটার এ যান। তার পর আপনার মডেম বার্ন করে দিবে তারপর অইটা আর windows a support করবে না। কি এক ঝামেলায় পরলাম!কোন উপায় থাকলে আমাকে জানান দয়া করে।

আমি windows কে চির বিদায় দিতে চাই. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.