হিউমর হীন দের প্রবেশ নিষেধ! ধরুন , রহিম সাহেবের
বিশাল কাপরের ব্যাবসায়ি তার দোকানে সব ধরনের ঐতিহ্যবাহি কাপরের সম্ভার কিন্তু তার কোম্পনির কোন ওয়েবসাইট নেই ,অন্যদিকে করিম সাহেব একজন ছোটখাটো কাপরের ব্যাবসায়ী কিন্তু তার কোম্পানির ওয়েবসাইট আছে , একদিন আমেরিকা থেকে ইগল ফ্যাশন হাউজ এর মালিক মিঃ জন স্মিথ আসলো বাংলাদেশে জামদানি কাপরের খুজে বা সে আমেরিকায় বসেই গুগলে সার্চ দিলো "Best Jamdani retailer In Bangladesh" তারপড় সে রেসাল্ট থেকে করিম সাহেবের কোম্পনির সাথে যোগাযোগ করলো অতপর এই কোম্পানিকেই জামদানি এক্সপোর্ট করার কন্ট্রাক্ট দিলো। এটা কাহিনি মনে হলেও সত্যিকারে এমনটাই হয় , আপনার কোম্পনির ওয়বসাইট থাকা মানে আপনি অন্যদের থেকে কম্পিটিশনে এগিয়ে ।
আধুনিক ওয়বেসাইট( ওয়েব ২.০) কে বলা হয় ভার্চুয়াল অফিস যেটি বিশ্বের যেকোন যায়গা থেকে ২৪x7 একসেস করা যায় । অর্থাৎ আপনার ক্লায়ন্ট ঘানা থেইকেও আপনার সাথে যোগাযোগ বা আপনার কোম্পানির নিয়মিত আপডেট পেতে পারবে । কেউ যদি আপনার ব্যাবসায়ী সম্পর্কে রাতের তিন টা বাজেও তথ্য জানতে চায় সে তার কিবোর্ডের কয়েক ক্লিকেই তা পারবে।
আপনার ওয়েবসাইট আপনার কোম্পানির স্টেট অফ দি আর্ট। আর সবচেয়ে বড় ব্যাপার হলো প্রিন্ট মিডিয়া মার্কেটিং থেকে অনলাইনে মার্কেটিং অনেক সহজলভ্য ।
ইতি মধ্যে ইন্ডিয়াতে গুগল "ওয়েবসাইট ফর স্মল বিজিনেস" নামে ক্যাম্পেইন শুরু করছে যার আওতায় গুগল তার নিজিস্ব ওয়েব ডিজাইনারদের দ্বারা প্রায় ৫০ হাজার এর উপর ক্ষুদ্র ব্যাবসায়ীদের বিনা মূল্যে ওয়েব সাইট বানিয়ে দিচ্ছে। বাংলাদেশেও এমন ক্যাম্পেইন হওয়া জরুরি। এখনও বাংলাদেশে এমন অনেক বড় কোম্পনি দেখা যায় যাদের ওয়েবসাইট নেই।
পরবর্তী পর্বে ওয়েব সাইট বানানোর আগে ও পরের বিভিন্ন দিক ও বিবেচনার বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।