আমাদের কথা খুঁজে নিন

   

প্রতীক্ষা. . . .

মেঘলা অভিমান তুমি লিখেছিলে আমায়. . . . 'তোমাকে ভেবে লেখা' তুমি আমার রংতুলিতে নও. . পেন্সিল প্যাস্টেলে আঁকা। তুমি আমার 'মোবাইল ফটোগ্রাফি' নও. . . হাতে এঁকে রাখা। তুমি আমার রিং চিপস্ নও. . . আঙ্গুলে আংটি করে গোঁজা। তুমি আমার দিবাস্বপ্ন নও. . . জমিয়ে স্বপ্ন রয়ে সয়ে দেখা। তুমি আমার যে কোন গান নও. . . 'তোমাকে ভেবে লেখা' !! তোমার এই লেখার উত্তর আমি তোমায় দিতে পারিনি।

তবে তুমি জেনে রেখো কিছু সত্য। তোমার হাতে আঁকা ঐ ছবিটার মতন আমিও যে আজ ভাবনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। তবু তুমি দূরে থেকেও সবসময় আমার পাশে আছ অনুভবীয়. . .। তোমাকে বলব বলে প্রতিদিন কত কথাই না অঙ্কুরেই বিনষ্ট করেছি. ..। আমার পরাধীনতা আমাকেও করেছে পরাধীন।

আমার আঙিনার ঘাসফুলটা যেমন ঐ দূরের সূর্যকে ভালোবেসে প্রস্ফুটিত হয়ে নিজের সবটুকু বিলিয়ে দিয়ে ব্যার্থতায় চুপসে যায় আমিও তেমনি প্রতিনিয়ত চুপসে যাচ্ছি. . .। হেঁটে যাচ্ছি অনন্ত কাল ধরে তুমি নামক মরিচীকার আশায়। তবু স্বপ্ন দেখছি আমার স্বাধীনতার। আমি যেদিন স্বাধীন হবো-স্বাধীনতার সুখ যেদিন আমায় স্পর্শ করবে সেদিন আমরা একই পৃথিবীর বাসিন্দা হব। এই আমায় স্বপ্ন।

সময়মুক্ত পৃথিবী আর সমমোনা মানুষই আমার কাম্য। আমি সেই স্বাধীনতার প্রতীক্ষায় রইলাম. . . ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।