সত্য সর্বদাই রাজনৈতিক
তোমার চোখ যেন শৈশবের লুব্ধ দুপুর
চোখের তারায় লাটিমের মুগ্ধ ঘূর্ণন
মাছরাঙা মার্বেলের বর্ণিল আভার
রহস্যময় উৎসের খোঁজে
কাটিয়েছি কত অলৌকিক প্রহর
কল্পনার অসীম আকাশে----
আজ তোমার মুখ দেখে ভাবি
তাই বুঝি মাছরাঙা ছিল আমার প্রাণের অধিক।
তোমার প্রতীক্ষায় আমি যেন
ক্লাস বেঞ্চে বসে থাকা উৎকর্ণ বালক
কখন ছুটি হবে, বেজে উঠবে প্রিয়তম গান
ঢং! ঢং! ঢং!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।