আমাদের কথা খুঁজে নিন

   

প্রতীক্ষা

জীবনটা অনেক সুন্দর .... শুধু সৌন্দর্য টুকু দেখার মত চোখ থাকতে হয় ... বোঝার মত মন থাকতে হয়.....

গভীর রাত্রি, চারদিকে নিঃশব্দ তিমির ছায়া , দূরে বন থেকে ভেষে আশা - কিছু ঝিঁ ঝিঁ পোকার ডাক ! মাঝে মাঝে কিছু শেয়াল কুকুরের মরা কান্নার মত শব্দ ! যেন কোন শব দেহ বয়ে নেওয়া হচ্ছে শ্মশানে !! তারপর কিছুক্ষণ নিরবতা - আবার সেই নিঃস্বপ্ন রাত - হঠাৎ চিৎকার করে ওঠা একটি ক্ষুধার্ত শিশুর কান্নার শব্দ- কিছুক্ষণ পর তাও চুপ ! পশ্চিম থেকে ভেষে আশা বাতাশে বারি খাওয়া কিছু পাতার আহাজারির শব্দ ! তারপর , আবার নিশ্চুপ সব ! যেন কিছুই হয়নি - যেন সবাই শান্তিতে ঘুমিয়ে আছে !! কিৎবা ভয়ে !! কখন তার কোলের শিশুটিকে শিয়ালের দল এসে তুলে নিয়ে যাবে ঐ শ্বশানের বুকে ! কখন তার বোনের পরনের সাদা শাড়িটা পরিনত হবে কাফনের সাদা কাপড়ে ! অথবা , কখন তার ভায়ের দেহটিকে নিয়ে শেয়াল কুকুরের দল মেত উঠবে দেওয়ালীর মহাৎসবে !! তারপর , আবারও নিশ্চপ নিরবতা ! চারদিকে ঘুটঘুটে অন্ধকার ! কোথাও আলো নেই এতটুকু !! আর ! কেবলই প্রতীক্ষা - কখন ঐ ক্ষুদ্র ক্ষুদ্র তারাকা রাজি মিলিত হয়ে প্রজ্বলিত করবে - একটি মশাল !! যে মশালের আলক ছটায় - সকল অন্ধকার দূর হয়ে যাবে ! বন্ধ হয়ে যাবে সকল শেয়াল-কুকুরের তন্ডব লিলা - কখন ক্ষান্ত হবে এই অবিশ্রান্ত ঝিঁ ঝিঁ পোকার ডাক ! কখন উদিত হবে এক নতুন সূর্যের !! এক নতুন ভোরের !! যে ভোরের আলোয়- সকল শিশুই দেখতে পাবে , তার মায়ের স্নিগ্ধ রূপ ! যেন ঐ সূর্যটা তার মায়ের কপলের অক্ষুন্ন টিঁপ! যা আর কখনই ম্লান হবে না । যে শাড়ির আঁচলে জড়ানো থাকবে কেবলই স্নেহের ধুলো , যে মুখের চির অম্লান হাসি উদ্ভাসিত হবে আলোকের বন্য ধারায় চির অবসান হবে সকল অন্ধকারের ! যে হাসি দেখলে উদ্বেলিত হয়ে উঠবে প্রতিটি শিরায় উপশিরায় প্রতিটি রক্ত বিন্দু !! য়েখানে , ধ্বনিত হবে কেবলই নিঃস্বর্থ ভালোবাসা !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।