জোরে-সোরে মহব্বতের সাথে স্বপ্ন দেখুন। স্বপ্নই সম্ভাবনা। “A dream you dream alone is only a dream. A dream we dream together is reality”.
(১)
একলা চলার ভার বইতে আমার খারাপ লাগে
একলা একলা কথা কইতে আমার খারাপ লাগে।
একলা হাঁটার শ্রান্তি এখন আমায় ক্লান্ত করে
একলা থাকার শান্তি ভাল্লাগে না আর।
আরেক জনের ছোঁয়া ভাবতে আমার ভালই লাগে
আরেক মুখের হাসি ভাবতে আমার ভালই লাগে
আরেক জনের সঙ্গ - বঙ্গদেশে বৃষ্টি নামে ধুম
আরেক জনের অঙ্গ - আঙ্গিনাতে রোদ।
(২)
ইদানিং ক্লান্তি লাগে খুব; নাড়ি ধরে টের পাই
এক অদৃষ্টপূর্ব নারীর জন্য প্রতিদিন প্রতীক্ষা আমার,
নিদ্রায় জাগরণে প্রতিদিন উন্মুখ চেয়ে থাকা।
আর যে কোনো দীর্ঘ প্রতীক্ষাই বয়ে আনে ক্লান্তি
অনিবার্য অবসাদ
অবশেষে অধরোষ্ঠের কানের সাথে সঙ্গম
অথবা অফুরন্ত চেয়ে থাকা নক্ষত্রের মতো।
আমি অফুরান চেয়ে আছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।