আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাজ্যের কমনওয়েলথ বৃত্তি : উন্নয়নশীল দেশের নাগরিকদের জন্য

উন্নয়নশীল দেশের নাগরিকদের জন্য যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য কমনওয়েলথ বৃত্তি । Course Level: Master’s, PhD, split-site (PhD) Shared Scholarships Distance Learning Scholarships Academic Fellowships Professional Fellowships Scholarship Application Deadline: No later than 21 December 2011 প্রতিবছর কমনয়েলথ স্কলারশিপ কমিশন ( সিএসসি) প্রায় ২০০-২৩০ টি বৃত্তি দিয়ে থাকে। কোন দেশে কয়টি বৃত্তি দেয়া হবে এরকম কোন কোটা নেই। নিজ নিজ দেশে কমনওয়েলথ এজেন্সির মাধ্যমে আবেদন করা যাবে। সিএসসি সরাসরি কোন আবেদন গ্রহণ করবেনা।

বাংলাদেশে কমনওয়েলথ এজেন্সি : সহকারী সচিব বাংলাদেশ শিক্ষামন্ত্রালয়। Assistant Secretary,Ministry of Education Building No 6, 17th and 18th Floor Bangladesh Secretariat,Dhaka Bangladesh. Tel: +880 232356/404162 Fax: +880 27167577 বিস্তারিত তথ্যের জন্য কমনয়েলথ স্কলারশিপ কমিশনের ওয়েবসাইট লিংক নিচে দেয়া হলো। Click This Link ব্লগার আরিফ শাহরিয়ার এর দেয়া তথ্য এখানে যোগ করলাম: বাংলাদেশে কমনওয়েলথ বৃত্তির নমিনেটিং এজেন্সি হল - বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বাংলাদেশে শুধুমাত্র পিএইচডি এবং মাস্টার্স (Taught) পর্যায়ে স্কলারশিপের জন্য ছাত্র নির্বাচন করে থাকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বৃত্তি সংক্রান্ত সার্কুলেশান পাওয়া যায় প্রতি বছর সেপ্টেম্বর- অক্টোবর মাসে।

যদি কেউ মঞ্জুরী কমিশনের মাধ্যমে প্রাথমিক ভাবে নির্বাচিত হয় তাহলেই শুধুমাত্র সে সিএসসি এর ওয়েবসাইটে আবেদন করার সুযোগ অর্জন করে। এরপর কমনওয়েলথ কমিশন আবেদন পত্র যাচাই-বাছাই করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। প্রতিবছর প্রাথমিক বাছাইকৃত মোটামুটি ৪০-৬০% প্রতিযোগী চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হয়ে কমনওয়েলথ বৃত্তি লাভ করে থাকে। এই বছর প্রাথমিক বাছাইকৃত ৩২ জনের মধ্যে ১৬ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.