আমাদের কথা খুঁজে নিন

   

খোকা বাবু

কথা মালা বুড়িগঙ্গা তীরে শাঁখারি বাজার পটি ,কত রকম জিনিসের সমাহার এর মাঝে খোকা বাবু কে খুঁজে পাওয়া যাচ্ছে না এই দোকান ওই দোকান কত খোজা খুঁজি কোথায় খোকা বাবু নেই কতই বা বয়স তার চার পাঁচের মাঝামাঝি । খোকার মা ভগবান নাম স্মরণ করছে আর তার খোকাকে খুঁজছে তার মাথা দিয়ে গাম পরচ্ছে সে এই দোকান ওই দোকানে তার ছেলের কথা বলছে কেউ কি তার খোকাকে দেখেছে খোকার পরনে ছিল লাল পায়জামা সাদা ছেঁড়া সেন্টু গেঞ্জি সকাল গড়িয়ে দুপুর খোকাকে খুঁজেই পাওয়া যায় নি ,হঠাৎ পূর্ব দিক থেকে একটা চিৎকার ভেসে আসলো রুপার কানে ,মাগি কই গেলি এদিক আয় , রুপার কলিজা পানি নাই , রুপা কি হইছে মাগি পোলাটারে সামলাইয়া রাখতে পারস না আমার লগে লগে নৌকা ঘাঁটে চইলা গেছি-লগা ভাগ্য ভাল যে জব্বার মাঝি দেখছিল না হইলে তোর পোলার খোদমা আর দেখা লাগতও না রুপা কাঁপা কাঁপা অবস্থায় ঘর থেকে উঠানে বেরিয়ে আসলো ,রুপা খোকার মাথায় চুম্মু খেয়ে বলল, বাবা আমারে ফালাইয়া তুই কই গেছিলি ভাগ্য ভাল যে তুই ফিরা আইছস নাইলে তো আমি মইরা যাইতাম,তোরে ছাড়া এই দুনিয়া আমার কি আর কেউ আছে ,ছেলে কে নিয়ে ঘরে চলে গেল রুপা, তার এক বছরে মেয়ে কে দুধ খাওয়াতে সারা দিন কিছু খায়নি মেয়েটি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।