জীবনের জন্যই এই সব কথামালা অবাক জ্যোৎস্নায় হারিয়ে যাওয়া আমার স্বত্বাকে খুজতে বেড়োই আমি নিস্তব্দতায় – কোন এক অজানায়, অচেনা সময়ের হাত ধরে হারিয়ে ফেলেছিলাম অকস্মাৎ! হঠাৎ নিজেকে খুজে পাই রুপালী এক পালঙ্কে জ্যোৎস্না সুন্দর মাতম যার চারপাশ ঘিড়ে কল্পকাহিনীর পরীর দল নেমে আসে মায়াময় আহবান নিয়ে সপ্তসুরের সাথে আমি যেন পৃথিবীর আর কেউ না; জ্যোৎস্নার স্রোতধারায় আমাকে দেখি প্রবল স্রোতে কোন এক পরী টেনে ধরে নরম স্পর্শ নিয়ে গল্প শুনায় অবিরত উদভ্রান্তের দল, হৈ-হুল্লোড়ের দল নেশাতুর রাজ্যে সঙ্গী চায় আমায়; আমি আর আমার স্বত্বা বহুদিন পর বিস্ময় চোখে পাশাপাশি বসে থাকি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।