আমি মানুষ, শুধু নারী নই,এই বোধ জাগাতে চাই সব নারীর ভেতরে।
মাতোয়ারা জ্যোৎস্না
সারাটা মাঠ জুড়ে
সোনালি জ্যোৎস্নার গালিচা
আমাকে স্বাগত জানায়।
একটু দূরে মিষ্টি রূপালী চাঁদ
আমাকে ইশারায় ডাকে-
জানায় এখন সময় অবগাহনের-
আমি চাঁদের অপূর্ব আলোর ঝর্ণায়
স্নাত হয়ে শুদ্ধ হই।
দূরের তারা মিটিমিটি হাসে
ভালবাসার জোনাকীরা
নীলাভ আলোর বাসর সাজাতে
অন্ধকার খোঁজে।
আলো আধাঁরের এমন ছোঁয়ায়
নিজেকে কী খুঁজি আমি অবিরাম
জানিনা-
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।