আমাদের কথা খুঁজে নিন

   

জাফর ইকবাল স্যার জ্বী আপনাকেই বলছি ! !

আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি . জাফর ইকবাল স্যার যেদিন আমি আমার জীবনের প্রথম গল্পের বই আপনার দীপু নাম্বার টু বইটি পড়ি সেদিন থেকে আমি আপনার অন্ধ ভক্ত হয়ে যাই । ধীরে ধীরে আমি আপনার কলাম , শিশুতোষ বই দেশের জন্য আপনার কাজ করা এবং আপনার ব্যাক্তিতো সম্পর্কে জানি যেটি আমাকে আপনার দিকে চুম্বকের মতো টানে । আপনার নামটুকু কোন জায়গায় দেখলেই তা পরতে শুরু করি । আপনার একান্ত চেষ্টার কারনে দেশের ছাত্ররা বিদেশ থেকে গনিত অলিম্পিয়াড থেকে পুরুষ্কার নিয়ে আসে দেশের শিক্ষা ব্যাবস্থা যখন ধ্বংসের মুখে ছিল তখন আপনি সোচ্চার হন । বলা যায় একমুখী শিক্ষাব্যবস্হা বাতিল হয় অনেকটা আপনার একক প্রচেষ্টায় ।

দেশের প্রযুক্তি এবং শিক্ষা খাতে আপনার ভুমিকা সম্পর্কে সকলেই উচ্চ ধারনা পোষন করে । আপনাকে জাতীর বিবেক বলা হয় । সেই আপনি যখন মেয়েদের হোস্টেলে গিয়ে আপনার মেয়ের সাথে ও ছাত্রীদের সাথে নাচেন সেটা কোন ব্যাপার না। কিন্তু দেখেন আপনি সেখানে গিয়েছেন সত্‍ উদ্দেশ্য নিয়ে । আপনি ছাত্রীদের কে মেয়ের মতো দেখেন কিন্তু এদেশে অনেক শিক্ষক আছে পরিমল এর মতো ।

আজ যদি তারা মেয়েদের হোস্টেল যায় এবং নাচে এবং উদাহরন হিসাবে আপনাকে দেখায় তাহলে কি হবে একটু ভেবে দেখবেন ? রাষ্ট্রপতি যখন একজন খুনী কে মাফ করে দেয় দেশের সব প্রগতীশীল মানুষ যেখানে সোচ্চার আপনি তখনও নীরব । দেশে যখন যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে সরকার সময়ক্ষেপন করছে আপনি তখন ততটা সক্রিয় নন । কেন স্যার ?কেন? কনো মানুষই শতভাগ শুদ্ধ নয় । কিন্তু আপনার শতভাগ শুদ্ধ হওয়া এদেশের জন্য অনেক গুরুত্বপুর্ন। দেশের হাজারো অমানুষের ভীরে আপনার মতো গুটি কয়েক ভালো লোক না থাকলে আমরা যে কোথায় হারিয়ে যাব তা চিন্তার ও বাইরে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.