দিনে মোর যা প্রয়োজন, বেড়াই তারই খোঁজ করে। মেটে বা নাই মেটে তা, ভাববোনা আর তার তরে। প্রেমিকঃ
চাঁদনী রাতে তোমার সাথে
চাই হারাতে অজানাতে
সাদা মেঘের ভেলায় চড়ে
চলব দুজন দুজনাতে।
কোন সদুরে - ঐ নীলিমায়,
যাবে তুমি আমার সাথে?
কত করে ডাকছি আমি
পাইনা সাড়া
ভাবটা তোমার কি আর তাতে।
প্রেমিকাঃ
ভুল বুঝনা জাদু সোনা।
যেতাম আমি তোমার সাথে
কিন্তু বড় ভাইটি আমার
এক রোখা আর বড্ড গোঁয়ার
যদি বলি কথা তোমার,
দিবে শিকল বন্ধ দুয়ার।
তাইত আমার পাওনা সাড়া
এমন কি আর আছে তাড়া।
পরিস্থিতি ঠান্ডা হলে
যাব তোমার সাথে চলে।
প্রেমিকঃ
ভাইটা তোমার হোক না গোঁয়ার
কি আসে যায়-
তুমি হবে শুধুই আমার।
বীর বাহাদুর আজকে আমি
বশিকরন মন্ত্র জানি
যদি করে বাড়াবাড়ি
অমন ভায়ের মুন্ডু মুড়ি।
ভয় কি তবে-
রাখ এবার হাতটি হাতে
যায় হারিয়ে দুজনাতে।
প্রেমিকাঃ
হাতে হাত রাখলে পরে
যায় যদি তোমার ঘরে
ভালোবাসা তো দিতেই হবে
আর কি পাব বলো তবে।
প্রেমিকঃ
দিতে জানি ভালোবাসা
আরও দিব রঙ্গীন আশা
প্রতি রাতে গান শোনাব
স্বপ্নের জাল বোনাব
রাগলে মান ভাঙ্গাবো,
কিনে দিব কাঁচের চুড়ি
রোজ খাওয়াবো মুড়কি মুড়ি
সাদা মেঘের ভেলায় চড়ে
রোজ মেলাতে যাব উড়ে।
এতেও যদি না হও খুশি
দিব না হয় বেনারশি।
প্রেমিকাঃ
এমন ভালোবাসা পেলে
চলতে রাজি সব ফেলে
তবু কিছু দাবি ছিল,
পূরণ করতে পারলে বলো।
সাদা মেঘের ভেলায় চড়ে
যেতে চাই নিউওয়র্ক উড়ে
জাপান, প্যারিস, লন্ডন ঘুরে
প্রতিমাসে একবার করে।
দিতে হবে বাড়ি কিনে,
নিতে হবে লিমুজিনে
আর কিছু চাইনা বড়
সোনার কিছু গয়না গড়ো।
যদি পার এসব দিতে
চলতে রাজি তোমার সাথে।
প্রেমিকঃ
হাতটি যদি দিতে হাতে
সবই পেতে কল্পনাতে।
আমার না হয় পকেট ফাঁকা
তোমার বাবার অনেক টাকা,
তিন শহরে তিনটা বাড়ি
অনেক গুলা দামি গাড়ি।
হাতটি যদি রাখতে হাতে
কিছু তো জুটতো পাতে,
দেখেছি স্বপ্ন খালি
আশা সব গুড়ে বালি।
যাও তুমি তোমার পথে
আমি হাঁটি আমার পথে
ভালোবাসা সবই স্মৃতি
গল্পে এবার দিলাম ইতি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।