https://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash3/1044271_677079348975727_901576309_n.jpg
সাবাস! ঐশি। সঠিক সময়ে সঠিক কাজটা করার জন্য তোমাকে অভিনন্দন! ঘুমন্ত সমাজকে জাগানোর জন্য তোমার ধাক্কাটাকে জাতি চিরদিন মনে রাখবে!
এক লোকের বাসায় চুরি হয়েছে। পাড়া-প্রতিবেশী সকলে এসে লোকটাকে বকতে শুরু করল "তুমি কেমন লোক হে বাপু। মাল-সামানা একটু যত্ন করে রাখবেনা! দরজা-জানালায় তালাও লাগাওনি! চোর যখন আসল তুমিতো তখন ঘুমাচ্ছিলে। এত ঘুম কেন তোমার? একটু টেরও পেলেনা।
"
পাড়া-প্রতিবেশীর বকা-বকিতে অতিষ্ট হয়ে কোন উপায়ন্তর না দেখে লোকটা বলল "হ, সব দোষ এখন আমার। চোর বেটার বুঝি কোন দোষ নাই। "
চোর বেটার দোষ ছিল কি ছিলনা। থাকলেও সেই দোষের পরিমান কতটুকু তা এই মূহুর্তে বিবেচ্য না। কারণ চোর চলে গেছে।
যেই নির্বোধ ব্যক্তিটির কারণে চোর নির্বিঘ্নে চুরি করে পালিয়ে যেতে পেরেছে সবাই এখন তাঁকেই বকবে। সেটাই স্বাভাবিক। কারণ তাঁর সচেতনতার অভাবেই চুরি হয়েছে।
পিতা-মাতা হন্তাররক ঐশির সমলোচনা করতে গিয়ে অনেকেই বলছে এটা সন্তানের প্রতি বাবা-মায়ের সঠিক পরিচর্যার অভাব। কেউ কেউ সেই কথার প্রতিবাদ করছে বাবা-মায়ের দোষ কি।
সব দোষ ঐশির। সে খারাপ বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে এবং মাদকের কারণে নষ্ট হয়ে গেছে।
কথা সত্য। ঐশি নষ্ট হওয়ার কারণ •অসৎ সঙ্গ। •মাদক।
এর সাথে আরো কয়েকটি কারণ যোগ করা যেতে পারে। যেমন,
• তথাকথিত আধুনিকতা।
•নারি-পুরুষের অবাধ বিচরন। (হেফাজতের তের দফার একটি ছিল এর বিপক্ষে। )
•মাদকের সহজলভ্যতা।
(আশ্চর্য হলেও সত্য বাংলাদেশে হাত বাড়ালেই যত সহজে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা সহ অন্যান্য মাদক পাওয়া যায় পৃথিবীর আর কোথাও এত সহজে পাওয়া যায়না। )
• অপ্রাপ্ত বয়স্কদের চলাফেরায় সীমাবদ্ধতা না থাকা।
• আইন শৃংখলা বাহিনীর খেয়ালিপনা। (বিশ্বের অন্যান্য দেশে যখন মাদককে নাম্বার ওয়ান অপরাধ হিসেবে গন্য করা হয় সেখানে বাংলাদেশের আইন-শৃংখলা বাহিনী সেটাকে অপরাধ হিসাবেই গন্য করেনা।
আজ যদি দেশে মাদক সহজলভ্য না হত।
অপ্রাপ্ত বয়স্করা অভিভাবক ছাড়া রাতের বেলায় বাহিরে চলাফেরা করতে না পারত। তাহলে ঘটনা এরকম হতনা। রাষ্ট্র যদি শুধুমাত্র এই দুইটা ক্ষেত্রে সীমাবদ্ধতা নিশ্চিৎ করতে পারত তাহলে ঐশির কপালে পিতা-মাতার হত্যার কলংক লাগতনা।
এখন পুলিশ কর্মকর্তা এবং তাঁর স্ত্রীর হত্যার দায়ভার কে বহন করবে? রাষ্ট্র নাকি ঐশি?
যদি সে হত্যার দায় ঐশির উপরে আসে তাহলে আমি এর প্রতিবাদ করব।
ঐশি তাঁর পিতা মাতাকেই হত্যা করেনি।
সে সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাষ্ট্রের ব্যর্থতা। সমাজের ব্যর্থতা। তাই রাষ্ট্রের কাছে ঐশির নিঃসর্ত মুক্তি দাবি করছি।
(শাহজাহান আহমেদ)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।