আমাদের কথা খুঁজে নিন

   

চিনি না খাইলে কি হইব ? '' বেঁচে থাকার জন্য কত কিছু করতে হয় '' ।হে পরয়ারদিগার , এই দেশে তুমি ''চিনির খনি '' বানায়া দেও !!!!

অনেক দূরে কোথাও যাইতে মুন চায় !!! দেশের সব যায়গায় নাকি চিনির '' সঙ্কট '' !!!বাসার পাশের দোকানে চিনি নাই, বাজারে গেলাম তা ও দেখি চিনি নাই!!! ঠিক করছি কয়দিন '' চিনি '' খামু না....দেখি '' চিনি '' না খাইলে কি হয় ? '' চিনি '' লইয়া যত দিন '' ছিনিমিনি '' খেলা হইব ততদিন খামু না !!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।