আমাদের কথা খুঁজে নিন

   

চিনি উধাও ঃ এত চিনি গেল কোথায় ?????

এলাকায় আমার একটি দোকান আছে মিরপুর আহম্মদনগর, জোনাকী রোডে। গতকাল দোকানের জন্য মিরপুর-১ এ গিয়েছিলাম চিনি কিনতে। গিয়ে শুনি, মার্কেটে কোন চিনি নাই। এত চিনি গেল কই?????? সব চিনি বাণিজ্যমন্ত্রণালয়ের খামখেয়ালীপনায় জন্য উধাও হয়েছে। আমাদের বাণিজ্যমন্ত্রী, তার কথায় কত মধু যে, সে কথা বললেই দাম বাড়ে।

একই অবস্থা তেলের বাজারেও বিরাজ করছে। উপায় না পেয়ে চিনি না কিনেই ফেরত এলাম যে কয় কেজি চিনি ছিল তাও প্রায় ৭২ টাকায় বিক্রি হয়ে গেছে। প্লিজ, মন্ত্রী মহোদয়, আপনি কোন কথা বইলেন না, আপনার কথা শুনলেই দাম বাড়বে। আর আমরা জনসাধারণরা বিপদে পড়বো। আমাদের আর বিপদে ফেইলেন না।

আমরা আপনার এবং এই বাজারের সিন্ডিকেটের কবল থেকে মুক্তি চাই। কাজ করতে না পারলে পদ আগলে লাভ কি? সরে যান, অন্য কাউকে কাজ করতে দিন। অবশ্য লাভ নেই, সব রসুনের একটি ...............। আল্লাহই জানে রোজার মাসে কত টাকায় চিনি খেতে হয়। প্লিজ, আমরা এ থেকে মুক্তি চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।