আমাদের কথা খুঁজে নিন

   

আধুনিক টিভি সিরিয়ালের সাথে সেকেলে আমার ২০ মিনিট

জয় হোক নতুন প্রজন্মের, জয় বাংলা.......... দুপুর আনুমানিক সাড়ে ৩টায় খেলা দেখার ফাকে একবার চ্যানেল ২৪ এ একটা নাটক কাম তেনা প্যাচানি দেখা শুরু করেছিলাম। প্রথম দৃশ্য তিশা ও তার বয়ফ্রেন্ড (হাবলাটার নাম মনে আসতেছে না) আরো ২টা ফ্রেন্ডের সাথে এক রেস্তোরায় বসে আছে। আতলা মার্কা বন্ধু খুব আফসুস করে বলতেছিলো আমি ভেবেছিলাম তোদের রিলেশন বেশী দিন টিকবে না, তাই আমি ১ হাজার টাকা বাজি ধরেছিলাম যে তোদের রিলেশন ৪ মাসের মধ্যেই শেষ হয়ে যাবে, এখনতো তোদের রিলেশন এর ১ বছর পূর্ন হল আজকে। বন্ধুর কন্ঠে হাহাকার শুনে আমি ভাবতে শুরু করলাম এটা কি বন্ধু না শত্রু। তোর বন্ধুর রিলেশন অনেকদিন টিকে আছে তুই ব্যাটা খুশী না হয়ে হাহাকার করতেছিস, যাকা ওকে দোষ দিয়ে কি হবে নাটকের স্ক্রীপ্টতো আর সে লিখে নাই।

ঘটনা আগাইতে থাকে, একটু পর ওদের সেলিব্রেশন পার্টিতে আরো ২ বন্ধু হাজির হয়, ২টা মেয়ে এর মধ্যে একটা আবার তিশার বয় ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ড। সে আবার ওদের রিলেশনের ১ বছর পূর্তি উপলক্ষে গিফটও নিয়ে এসেছে। যাহ শালা পরিচালকতো বিশাল আকারের মুক্তমনা, নইলে এক্স বয়ফ্রেন্ড এর নতুন রিলেশনের ১ বছর পূর্তিতে কোন মেয়ে দা-বটি নিয়ে আসা স্বাভাবিক, গিফটও যে নিয়ে আসতে পারে এটা আমার ধারনার বাহিরে ছিল। এই গ্রাম্য ক্ষেত অধমের জন্য এই নাটকে আরো বড় টুইস্ট অপেক্ষা করছিলো। তিশাকে তার বয়ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ড বলে শুনো তোমাকে আমার একটি আবদার রাখতে হবে, তিশা জবাব দেয় বলো দেখি রাখতে পারি কিনা।

ওই মেয়ের উত্তর - আগামী মাসে আমার বিয়ে তাই আমি শেষ বারের মত তোমার বয়ফ্রেন্ডের সাথে ১০ মিনিট ডেট করতে চাই। শুইনা আমিতো টাসকি খাওয়ার অবস্থা, মাইয়ায় কয় কি?? আমার ধারনা ছিলো তিশা এ কথা শুনে তেলে-বেগুনে জ্বলে উঠবে, তিশার বয়ফ্রেন্ড মোটেও এতে রাজি হবে না। কিন্তু কে জানত তিশার মধ্যে মোটেও তেল ছিল না তাই সে জ্বলে উঠতেও পারে নাই, তার সামনে দিয়ে তার বয়ফ্রেন্ড উঠে আরেক টেবিলে যেয়ে তার এক্স গার্লফ্রেন্ডর হাত ধরে প্রেমালাপ শুরু করে। লাইফে কোন বাংলা নাটক দেখে এতটা অবাক হয়নি, শালা দেশ আমার পিছনে দিয়ে এত আগাইয়া গেলো আর আমি সামনে খালি রাস্তা পাহারা দিয়া গেলাম। যাই হোক ওই হাবলাকান্ত তার এক্স জিএফের সাথে ১০ মিনিটের মিনি প্যাকেট ডেট শেষ করে এসে বসলেন তিশার পাশে।

তিশা ততক্ষনে ফুলা গালকে আরো ফুলিয়ে বসে আছে। তিশার প্রশ্নের জবাবে সে তিশাকে বলে তোমার যদি হিংসে হয় তো তুমিও আরেকটি ছেলের হাত ধরে বসে থাকো। এইবার আমার ধের্যের বাধ ভাংগলো। না আমি টিভি ভেঙ্গে ফেলেনি, চ্যানেল বদলেছি শুধু। সেকেলে আমলের আদর্শ নিয়ে বড় হওয়া আমার এইসব ককটেল ভালুবাসার কাহিনী হজম হয় নাই।

আর জীবনেও চ্যানেল ২৪ এ কোন নাটক দেখবো না। ওই নাটকটির নামও দেখার আর আগ্রহ হয়নি। দেশীয় পরিচালকদের উপর অনেক বিশ্বাস ছিল, এখনও আছে তবে এরকম হিন্দী সিরিয়ালের কপি-পেস্ট গুলারে ইন্ডাস্ট্রি থেকে দৌড়ানো উচিত। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।