আমাদের কথা খুঁজে নিন

   

সুধা

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... ছোট কথা ছোট করে গাঁথি যতনে সে গাঁথা বাজে মনের মাঝে সতত গোপনে গোপনে। ছোট ছোট কতো স্মৃতি কতো ব্যথা গুমরে কাঁদে নীল নীল বেদনা করেছি তার বন্দনা। খুঁজি পথ দিক হারিয়ে আধার কেটে সেই পথ বিবাগী করে পথের টানে! জীবন মাঝে দুখের দহন বিষন্নতার বিষ তৃষ্ণার্ত প্রাণে ভালোবাসার একটু সুধা দিস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।