আমাদের কথা খুঁজে নিন

   

পুরান বোতলে নুতন সুধা

"হার্টলেছ"

তিন বন্ধু, একজন অন্ধ, একজন খোড়া (দুই পা'ই নাই) আর অন্যজন ভিখারি। অনেক দিন পর একত্রিত হলো। বসলো এক নদীর তীরে, জোছনা রাতে। অন্ধ কহিল: দেখ, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে! খোড়া কহিল: মিছা কতা কছ কিল্লাই, তোর কি চোখ আছে? পাছায় লাথি মাইরা গাঙ্গের মধ্যে হালাই দিমু। তৃতীয় জন কহিল: মার হালারে লাথি, ট্যাহা যা লাগে মুই দিমু - সংকলিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।