থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
খবরটা এইখানে ।
বাংলাদেশ ফুটবল দলকে আমাদের প্রাণের অন্তঃস্থল থেকে অশেষ-নিঃশেষ অভিনন্দন। লেবাননের মত দেশে শপিং করতে যাওয়ার মওকা সবাই পায় না। আলহামদুলিল্লেলাহ, আমাদের ফুটবল টিমকে সেই সুযোগ দেওয়া হয়েছিল।
আর কে না জানে, লেবাননের রাজধানি ঐ অঞ্চলের ব্যাংকক।
কিন্তু গোপন খবরে জানা যাচ্ছে, আমাদের এই যোগ্য ফুটবল টিমের প্লেয়ারদের সাথে কর্তৃপক্ষ বিমাতা সুলভ আচরন করেছে। আমাদের ফুটবল টিমকে বৈরুতের সি-বিচে মৌজ-মাস্তি করার সুযোগ কেন দেওয়া হয় নাই? কেন তাদেরকে বৈরুতের হালাল নাইট ক্লাবগুলোতে যেতে বাধা দেওয়া হয়েছে? কেন তাদের হাতে ওড়ানোর মত যথেষ্ট পরিমাণে টাকা দেওয়া হয় নাই? খালি শপিং করার জন্য লেবাননে গেলে কি চলে নাকি?
আমাদের ক্রীড়া মন্ত্রী কি ভেবেছেন, ক্রিকেটে টাকা ঢাল্লেই সব দায়-দায়িত্ব শেষ? মোটেও না। ফুটবলাররাও খেলোয়াড়, তাদেরও সাধ-আহ্লাদ আছে। তাদেরও বেলি ডান্স দেখার সাধ হয়।
ফুটবল টিম শপিং করতে গিয়েছিল। হাতে কিছু ফ্রি সময় ছিল বলেই না তারা একটু গা গরম করতে খেলতে নেমেছিল। এই নিয়ে এতো হৈচৈ করবেন না।
আর ফুটবল টিমের সদস্যরা, আপনাদের অভয় দিচ্ছি এই বলে যে, আপ্নারা শপিং-এর যে অভিজ্ঞতা নিজেদের ঝুলিতে ভরে নিয়ে দেশে ফিরছেন, তা কিন্তু কারুকেও দেখাবেন না। ফুটবল আর শপিং ট্রিকস সবাইকে দেখালে তা বাড়ে না, কমে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।