আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাভো নারায়নগঞ্জ! সালাম তোমাদের

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

আজ তথাকথিত ওলামা পরিষদের কাঠ মোল্লাদের পূর্ব ঘোষিত মূর্তি ভাঙ্গা কর্মসূচী রুখে দিয়েছে নারায়নগঞ্জের সচেতন জনগন। স্যালুট নারায়নগঞ্জ। আপনারা ব্যাবসায়ী, শিল্পী, ছাত্র, শ্রমীক, শিক্ষক, পেশাজীবী, ধর্ম প্রাণ, আপামর জনতার সচেতনতার প্রতিরোধে ভয় পেয়ে কাষ্ঠ মোল্লা বক ধার্মিকেরা অবশেষে তাদের মুর্তি খাওয়া খায়েশ খেমা দিয়ে গতকাল রাতে ভেগেছে। ফলে আজ জাতি রক্ষা পেয়েছে এয়ার্পোট রোডের লালন কিংবা মতিঝিলের বলাকা ভাঙাগার মত আরো একটি গ্লানীকর অভিজ্ঞতার হাত হতে।

ব্রাভো নারায়নগঞ্জ! আপনারা যে অঘটন ঘটবার আগেই ব্যাপারটা গুরুত্বের সাথে মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়ে ছিলেন তাতেই ইদুরেরা লেজ গুটিয়ে ভেগেছে। উল্লেখ্য তথাকথিত ওলামা পরিষদের হুমকিকে সিরিয়াসলি নিয়ে মাঠে নেমে ছিল সচেতন নারায়নগঞ্জবাসী, তারা বাড়ী বাড়ী, মসজিদে মসজিদে গিয়ে বুঝিয়েছে জনসাধারনকে। লিফলেটে বয়ান করেছে ধর্ম ব্যাবসায়ীদের কুপমন্ডুকতার কথা। ফলত যা হবার তাই হয়েছে, বাংলার মানুষ সঙ্গবদ্ধ ভাবে রুখে দিয়েছে কুপমন্ডুকতাকে। বন্ধুরা আমাদের দৈনন্দিন পলায়নপর জীবনে নারায়নগঞ্জ হয়ে উঠুক অন্ধত্বের বিরুদ্ধে এক অনন্য দৃষ্টান্ত।

ব্রাভো নারায়নগঞ্জ! সালাম তোমাদের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।