আমাদের কথা খুঁজে নিন

   

চতুর ইকরামের পাশে সবাই খালিদের পাশে কি কেউ নেই

যারা গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট কিংবা একটু সচেতন, তারা নিশ্চয়ই গত কয়েকদিন ধরে দেশের অন্যতম অনলাইন শীর্ষ নিউজ ডটকম-এর স্বার্থ সংশ্লিষ্ট একটি সংবাদ লক্ষ্য করেছেন। শুধু যে এটি শীর্ষ নিউজের স্বার্থ সংশ্লিষ্ট তা বলবো না, এটা সকল স্বাধীন সাংবাদিকতাকামীর স্বার্থ সংশ্লিষ্ট। সরকারের নিলজ্জ আচরনের পর সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে নিন্দা আসছে। আমি নিজেও এর নিন্দা জানিয়েছি এর আগে। আশাকরি সরকার বাহাদুর একটা পর্যায়ে গিয়ে তাদের সিদ্ধান্ত পাল্টাবে।

পাঠক আমি স্বাধীনতাকামী সংবাদ কর্মীদের দলে। আপনারা নিশ্চয় দেখেছেন, গত বৃহস্পতিবার শীর্ষ নিউজের অপর আর একটি সংবাদ। সেটি হলো শীর্ষ নিউজের স্টাফ রিপোর্টার খালিদ হোসেন’র সঙ্গে শীর্ষ নিউজের কোন সম্পর্ক নেই। যারা এখনো দেখেননি তারা একটু কষ্ট করে দেখে নিবেন। সংবাদ কর্মীকে বহিস্কার করার পর তার ছবি সহ সংবাদ সম্প্রতি আমাদের কিছু কিছু নষ্ট মিডিয়া ব্যবসায়ি চালু করেছে।

ধরে নেবো শীর্ষ নিউজ সম্পাদক ইকরামুল হক তাদের অনুকরন করেছেন মাত্র। খালিদকে বহিস্কারের কারণ সম্পর্কে ওই সংবাদে বলা হয়েছে তার সম্পর্কে বিভিন্ন অভিযোগ প্রমানিত হয়েছে। কিš‘ কি সেই অভিযোগ তা বলা হয়নি। আমি ব্যাক্তিগতভাবে ইকরাম সাহেবকে চিনি। অত্যন্ত চতুর প্রকৃতির এই লোকটি নিজের স্বার্থ হাসিলের জন্য নিজের বাবাকেও চোর বানাতে পারেন।

খালিদের ক্ষেত্রেও তাই হয়েছে। এটা এ জন্য বলছি কারণ আমি পুরো বিষয়টি নিশ্চিত হয়েছি। কোন অনৈতিক কর্মকান্ডের জন্য না খালিদকে বহিস্কার করা হয়েছে তারেক রহমানকে নিয়ে লেখা একটি প্রতিবেদন নিয়ে। বহিস্কারের পর খালিদকে অফিসে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। এটা কি ধরনের সাংবাদিকতা।

কেউ কি নেই খালিদের পক্ষে দাড়ানোর। খালিদের সংবাদটি ছিলো বাঙলা ভাষাভাষি লন্ডনের একটি ওয়েব সাইটের কপি মাত্র। খালিদের ভুল এখানেই সে ওই ওয়েব সাইটের সূত্র ব্যবহার করেনি। কিš‘ ইকরাম সাহেব যেসব সংবাদ লেখেন তার কয়টায় সে সূত্র উল্লেখ করেন। ইকরাম সাহেবের ওয়েব সাইট কাদের টাকায় চলে, সে জবাব কি কারো জানা আছে।

থাকলে জানাবেন। আর লিখতে ই”েছ হ”েছ না। লিখলে সামুর ব্লগাররা ধৈয্যহারা হয়ে যাবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.