বিশ্বাস কাকে করবেন দেখুন সারাবিশ্বের যত কালজয়ী নেতা রাজা কিংবা রাজনীতিবিদ, কিংবা অধিক মেধাবী তাঁরা সবাই বিশ্বস্তকে দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেখুন আপনার যে একান্ত বডিগার্ড সেই আপনাকে কতল করবে আপনার বাড়ির বিশ্বস্ত দারোয়ান সেই চোর ডাকাতকে কৌশল শিখিয়ে দেবে আপনার গাড়ীর ড্রাইভার সেই আপনার প্রিয়তমার সাথে পরকীয়ায় লিপ্ত হবে দেখুন আপনি এ জীবনে যাদের উপকার করেছেন তাদের কজন আপনার সাথে সম্পর্ক রেখেছে বা আপনার উপকারে লেগেছে আপনি যাকে বন্ধু বলে জানতেন তাদের কজনার সাথে আপনার দীর্ঘস্থায়ী সম্পর্ক টিকে আছে আসলে মানুষ বলে যে সভ্য প্রাণীটির সাথে বাসা বাঁধছেন, সেই চতুর মেধাবী প্রাণীটিই পৃথিবীর সবচে স্বার্থপর জীব। আপনি দেখেছেন পিঁপড়ে ছাড়া পৃথিবীর কোনো প্রাণী উদর পুর্তির পর পরের দিনের হিসেব করেছে, মানুষ করছে, করুক, তাতো করতে হবে কিন্ত দেখুন কায়িক কিংবা মেধাশ্রমের বিনিময়ে কজন আকাশচুম্বি অট্রালিকা গড়েছে কজন সত্য সুন্দেরের শাশ্বত বোধ ধারণ করেন হৃদয়ে আসলে কোথাও বিশ্বাস নেই আধুনিক চতুর মানুষ স্বার্থপতার কাছে মাথা গুঁজে দিয়েছে ডিফেন্সের উধ্র্বতনের সামনে যেমন মাথা নোয়ায় অর্ধবস্তন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।