সংবাদ পত্র হল জাতির বিবেকের কণ্ঠস্বর। যেই কণ্ঠ সব সময় দেশ ও দশের কথা বলবে। আর সাংবাদিক ও সাহিত্যিকগন জাতির বিবেক। এই সব কথা আজ যখন বলতে যাই তখন এভাবে বলতে মন চায়ঃ "অনেক অনেক দিন আগের কথা বলা যায় সত্যযুগের কাছাকাছি সময়ে সংবাদ পত্র কে জাতির বিবেকের কণ্ঠস্বর বলা হইতো। সেই কণ্ঠ সর্বদা দেশ ও দশের কথা বলিয়া বেরাইতো।
আর সাংবাদিক ও সাহিত্যিকগন জাতির বিবেক হিসেবে পূজোনিয় ছিলো। "
আজ পুঁজিপতিদের হাতে সংবাদপত্র, সাংবাদিক ও সাহিত্যিকগনের লাগাম। সংবাদপত্র প্রতিষ্ঠার আগেই বা সাংবাদিক নিয়গের পূর্বেই পুঁজিপতি প্রভুর স্বার্থ কিভাবে রক্ষা করতে হবে তার দিকনির্দেশনা বা কৌশলপত্র তৈরি হয়ে থাকে। জনাব সোবহান, সালমান এফ রহমান, তারেক রহমান, মোসাদ্দেক আলি ফালু , সাদেক হসেন খোকা ও তপন চৌধুরী সাহেব।
একজন প্রখ্যাত ভূমি দস্যু আরেক জন শেয়ার বাজারের তুফানি দরবেশ ৩য় জন দুর্নীতি শিল্পের কারিগর অন্যজন কারিগরের সহযোগী এবং তুফানি দরবেশের নয়া দোস্ত সর্ব শেষ জনের পুরব জন মহানগর ঢাকার নির্বাচিত নবাব সর্ব শেষ জন টাকার কুমির ও শখের বশে বেশ কিছু দিন দেশ ও দশের তত্তাব্ধান করেছিলেন।
দৈনিক কালের কণ্ঠ পিঙ্ক সিটি কে এক হাত দেখে নিলো, দেখে নেয় সরকারি প্রকল্পকেও শুধু দেখতে পায়না উপরের দিকে , উপরে প্রভু থাকেতো! ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা ও টিভি'র ভাব দেখে মনে হয় শেয়ার বাজারে যা হলো সবই তকদিরের লিখন, দরবেশের খানকা বলে কথা। চ্যানেল ওয়ান কোমায় আছে এক দিন আবার জেগে উথবে কোন এক যুবরাজের জাদুর ছোঁয়ায়। এন টিভি অপেক্ষায় আছে আরেক বয়স্ক নায়কের অপেক্ষায় বলতে পারেন চেহারা সুরতে বাংলার অমিতাভ সে আসলেই প্রচারিত হবে 'শাইখ রহমানের পতন' নামক গরমা গরম সিনামার মত দ্বিতীয় কোন সিনেমা। প্রতিনিয়ত ঢাকা বাসি উন্নয়নের বৈশাখী ঝরের উপর থাকে কারন ডিসিসি'র ভিতরে সর্বদাই সুনিতির সুনামি বয়ে যায় তার উপর বৈশাখী টিভি একটা ঝড়ো রিপোর্ট জন সম্মুখে পেশ করতে পারে। মাছরাঙ্গা দু দুটো পাঙ্গাস মাছ কে একুরিয়ামে ভরেছিল তা কোন চিল শকুন বা জাউলার কাজ না কিন্তু এই ওরাই যেভাবে শ্রমিকের রক্ত চুষে খায় তা জনাব ড্রাকুলাও পারবেনা।
মুহতারাম আনিসুল হক ও ইমদাদুল হক মিলন বাংলাদেশী সাহিত্তের দুজন মহীরুহ ও দুটি ধারা এবং অবশ্যই মাননীয় শ্রদ্ধেয় ও পূজনীয়। তারা এখন দেশ ও দশের সেবা বাদেও ভূমি দস্যু ও দুর্নীতিবাজদেরও খোঁজ খবর রাখে যতই হোক ওরাও মানুষ। আমাদের সাহিত্যিকদের মানবতাবোধ খুবই প্রবল!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।