আমাদের কথা খুঁজে নিন

   

সুপ্রভাত...

আজ অনেক দিন পর সকাল হওয়া দেখলাম...অনেক দিন পর...শেষবার কবে দেখেছিলাম, খেয়াল করতে পারছি না। আমার ঘরের সামনের ছোট্ট বারান্দাটায় দাঁড়িয়ে দেখলাম, গাঢ় অন্ধকার থেকে নতুন সূর্যের উদয়। আস্তে আস্তে দিনের আলো বাড়ছে। এই ইট কাঠের নগরেও কোথায় থেকে যেন পাখির কাকলি শুনতে পাচ্ছি। গতকাল বৃষ্টি হয়েছে, তাই হয়তো গাছের পাতাগুলো আজ একটু বেশীই সবুজ।

মনে পড়ে গেল ছোটবেলার সেই দিন গুলোর কথা, যখন পাখির ডাকে ঘুম ভাঙতো। এরকম সকালবেলা বিছানা থেকে উঠতে ইচ্ছা করত না। আব্বু জোর করে ওঠাতো। সামনে এয়ারপোর্ট সড়ক। বারান্দা থেকে সেই সড়কের দিকে তাকিয়ে আছি।

মাঝে মাঝে ভোরের নিস্তব্ধতাকে চিরে চলে যাচ্ছে দু’একটি নিশাচর ট্রাক। একটি দুটি করে সেখানে গাড়ির ভীড় বাড়ছে। মানুষের আনাগোনা বাড়ছে। হঠাৎ ল্যাম্পপোস্টের আলোগুলো নিভে গেল। ধীরে ধীরে এ শহরের ব্যস্ততা বাড়ছে।

রাতের শান্ত সমাহিত শহরটি একটি ব্যস্ততম দিনের জন্য প্রস্তুত হয়ে উঠছে। এ ব্যস্ততা আমাকেও আমার নিজের ব্যস্ততার কথাকে মনে করিয়ে দেয়। আর কিছুক্ষন পর আমাকেও বের হতে হবে এই শহরের পথে, আমার জীবনের পথে... ============================================= ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।