আমাদের কথা খুঁজে নিন

   

সুপ্রভাত

কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না, ইহাতে উহারা কষ্ট পায়

মবাইকে সুন্দর সকালে শুভেচ্ছা। কেমন আছেন বন্ধুরা! বিদ্যুতের আসা যাওয়ায় ব্লগেও আসা যাওয়া হয়। কোন পোষ্ট দিতে পারি না। মাথায় অনেক চিন্তা থাকে কোন ভাবেই তা প্রকাশ করতে পারি না সুযোগের অভাবে। সকালে সমকালের একটি খবর পড়ে মেজাজ বিগড়ে গেল।

এই নিয়ে তিথি ও টাটা একটি পোষ্ট দিয়েছেন। আপনারা পড়ে দেখবেন। সেনাবাহিনীর উপর আমাদের যতই আস্থা থাকুক না কেন এই কুলাঙ্গার মেজরের কুকীর্তিতে তা কিছুটা ম্লান হয়ে যাবে। সেনাবাহিনীর অফিসারদের কি কোন দায়িত্ব জ্ঞান নেই। দেশের মানুষের ট্যাক্সের টাকায় চলা এই বাহিনীর কি কোন জবাবদিহিতা নেই? ভাবতে কষ্ট হয়।

সাধারণ মানুষের মধ্যে সেনা বাহিনী সম্পর্কে খারাপ ধারণা তৈরী করার পিছনে মইনের অবদান সবচেয়ে বেশী। সরকারের উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। তা হলে বাংলাদেশে অদুর ভবিষ্যতে এরা রাষ্ট্র ক্ষমতা আবার দখল করবে। যেমনটি বার বার তার করে দেখিয়েছে। সেনাবাহিনী দু'জন এদেশরে রাষ্ট্রপতিকে হত্যা করেছে।

বিদ্রোহ করেছে, তাদের সঠিক বিচার হয়নি। অন্য কোন বাহিনী এই অকাম কুকাম করেনি। এখন বলির পাঠা হয়েছে বিডিআর। তাদের বিচার হচ্ছে, কিন্তু সেনাবাহিনীর বিচার কে করবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।