আমাদের কথা খুঁজে নিন

   

সুপ্রভাত, সুপ্রভাত

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

সুপ্রভাত , সুপ্রভাত বাইরে ঝমঝম বৃষ্টি , মনে খা খা রোদ রোজ সকালে তোমা বিনে ভাঙে স্বপ্ন বোধ। সুপ্রভাত, সুপ্রভাত কষ্টে আমার, কাঁদছে দেখ ঐ আকাশে মেঘ রোজ সকালে ঘুম ভাঙতেই বাড়ে দুঃখের বেগ। সুপ্রভাত, সুপ্রভাত ঝমঝমাঝম বৃষ্টি ধারায়, উঠোন আমার উঠলো দেখ ভিজে রোজ সকালে ভেজা চুলের পরশ পেলে লাগত আহা কিযে! সুপ্রভাত, সুপ্রভাত গুড়গুড় মেঘের ডাক আর বৃষ্টি সুরে মূর্ছনা নিঝুম রোজ সকালে মিষ্টি তোমার কণ্ঠ শুনে ভাঙত যদি ঘুম! সুপ্রভাত, সুপ্রভাত বৃষ্টি জলে সিক্ত ভূবন , মনে তবু রোদের তপ্ত জ্বালা রোজ সকালে সেই হাত দুখানি যদি হতো গলার মালা! ১৪/৫/০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।